Drumstick Health Benefit: টিকা-ওষুধের পাশাপাশি বসন্ত রোগে ভরসা ঘরোয়া পদ্ধতি, পাতে রাখুন 'এই' শাক ও ডাটা
- Reported by:Ranjan Chanda
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
West Medinipur News: বসন্ত রোগ থেকে সম্পূর্ণ সুরক্ষার জন্য টিকাকরণই সবচেয়ে কার্যকর উপায়। তবে টিকার পাশাপাশি সঠিক খাদ্যাভ্যাস, ঘরোয়া প্রতিরোধমূলক পদ্ধতি ও সজনে শাক–ডাটার মতো পুষ্টিকর খাবার শরীরকে ভিতর থেকে শক্তিশালী করে তোলে।
বসন্ত রোগ বা চিকেনপক্স একটি সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা মূলত শিশুদের মধ্যে বেশি দেখা যায়, তবে বড়রাও আক্রান্ত হতে পারেন। এই রোগে জ্বর, শরীর ব্যথা ও সারা শরীরে চুলকানিযুক্ত ফোসকার মতো দানা দেখা যায়। আধুনিক চিকিৎসার পাশাপাশি ঘরোয়া পদ্ধতিতে শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে বসন্ত রোগের প্রকোপ কমানো ও দ্রুত আরোগ্য লাভ করা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা।
advertisement
ঘরোয়া পদ্ধতিতে বসন্ত প্রতিরোধের প্রথম শর্ত হল শরীরকে শক্ত রাখা, অর্থাৎ ইমিউনিটি বাড়ানো। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, পর্যাপ্ত বিশ্রাম নেওয়া ও প্রচুর জল পান করা অত্যন্ত জরুরি। নিম পাতা, তুলসি পাতা ও মধু মিশ্রিত কুসুম গরম জল শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। এছাড়া জ্বর বা অস্বস্তি দেখা দিলে বাড়িতে আলাদা থাকা ও অন্যদের সংস্পর্শ এড়িয়ে চলাও সংক্রমণ রোধে কার্যকর।
advertisement
এই প্রেক্ষাপটে সজনে শাক একটি অত্যন্ত উপকারী ঘরোয়া খাদ্য। সজনে শাকে রয়েছে ভিটামিন এ, সি, ক্যালসিয়াম, আয়রন ও প্রচুর অ্যান্টিঅক্সিড্যান্ট, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। পুষ্টিবিদ ভাস্বতী দাস মন্তব্য করেন, নিয়মিত সজনে শাক খেলে রক্ত পরিষ্কার হয় এবং ভাইরাসজনিত সংক্রমণের বিরুদ্ধে শরীরের স্বাভাবিক প্রতিরোধ শক্তি সক্রিয় থাকে বলে মনে করা হয়।
advertisement
advertisement
advertisement







