West Bengal News: পিংলায় ধান চাষের জল জমি থেকে উদ্ধার মৃতদেহ, চাঞ্চল্য এলাকায়! তদন্তে পুলিশ
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
West Bengal News: স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালবেলা পাঁচগেড়িয়া এলাকার ধান জমিতে চাষের কাজে যাওয়ার সময় মাঠের জলের মধ্যে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা।
পিংলা: পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকে ধান চাষের জল জমা মাঠ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃত ব্যক্তির নাম লস সরেন। বয়স আনুমানিক ৪০ বছর। তিনি পিংলা থানার অন্তর্গত ধনেশ্বরপুর অঞ্চলের রঘুনাথচক এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালবেলা পাঁচগেড়িয়া এলাকার ধান জমিতে চাষের কাজে যাওয়ার সময় মাঠের জলের মধ্যে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। কাছে গিয়ে দেখতেই বোঝা যায় তিনি আর জীবিত নেই। মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বিষয়টি পিংলা থানায় জানানো হয়।
খবর পেয়ে পিংলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির স্ত্রী ও সন্তানরা দীর্ঘদিন ধরেই আলাদা থাকতেন এবং শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। সেই কারণে লস সরেন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে পরিবারের দাবি। এছাড়াও তিনি নিয়মিত মদ্যপান করতেন বলেও জানা গিয়েছে। পরিবারের অনুমান, মদ্যপ অবস্থায় মাঠের মধ্যে চলে গিয়ে পা পিছলে জল জমা ধান ক্ষেতে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।
advertisement
advertisement
যদিও মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ। এই ঘটনাকে ঘিরে এলাকায় এখনও চরম চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 21, 2026 4:55 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Bengal News: পিংলায় ধান চাষের জল জমি থেকে উদ্ধার মৃতদেহ, চাঞ্চল্য এলাকায়! তদন্তে পুলিশ











