শুধু ফটো তোলাই নয়! আপনার ফোনের ক্যামেরাতেই হতে পারে আরও অনেক কিছু! ৯৯.৯৯% মানুষই জানেন না!
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
আপনি কি জানেন, আপনার স্মার্টফোনের ক্যামেরা শুধু ছবি আর ভিডিও তোলার জন্যই নয়? রিমোট চেক করা থেকে শুরু করে অনুবাদ, স্ক্যানিং ও মাপজোক পর্যন্ত—জেনে নিন মোবাইল ক্যামেরার ৬টি স্মার্ট ব্যবহার।
ক্যামেরার কথা উঠলেই তার কাজ কী—এই প্রশ্নে সাধারণত দুটি উত্তরই আসে। প্রথমত, ছবি তোলা এবং দ্বিতীয়ত, ভিডিও রেকর্ড করা। বেশিরভাগ মানুষ ভালো ক্যামেরাযুক্ত স্মার্টফোনও এই কারণেই কেনেন। কিন্তু আপনি জেনে অবাক হবেন, আসলে ফোনের ক্যামেরা শুধু ছবি বা ভিডিও তোলার মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি আরও অনেক ধরনের কাজেও ব্যবহার করা যায়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
অনেক সময় আমাদের কোনো জিনিস মাপার প্রয়োজন হয়, কিন্তু কাছে কোনো মাপার যন্ত্র থাকে না। এমন পরিস্থিতিতে ফোনের ক্যামেরা খুব কাজে আসে। যদি আপনার কাছে আইফোন থাকে, তাহলে আপনি Measure অ্যাপ ব্যবহার করতে পারেন। আর যদি অ্যান্ড্রয়েড ফোন হয়, তাহলে প্লে স্টোরে এ ধরনের হাজারো অ্যাপ পাওয়া যায়। এসব অ্যাপের সাহায্যে স্কেল বা অন্য কোনো প্রয়োজনীয় যন্ত্র ছাড়াই সহজে বিভিন্ন জিনিস মাপা সম্ভব হয়।
advertisement
আপনি যদি এমন কোনো জায়গায় ভ্রমণ করেন যেখানে ভাষা জানা নেই, অথবা কোনো রেস্তোরাঁয় গিয়ে দেখেন মেনু অন্য ভাষায় লেখা, তাহলে ফোনের ক্যামেরাই ভাষার বাধা দূর করতে পারে। এর জন্য Google Translate–এর মতো অ্যাপ ব্যবহার করতে হবে। ফোনের ক্যামেরা অন্য ভাষায় লেখা লেখা রিয়েল-টাইমে আপনার নিজের ভাষায় অনুবাদ করে দেখিয়ে দেয়, ফলে সবকিছু সহজেই বুঝতে সুবিধা হয়।
advertisement
অনেক সময় আমাদের আশপাশের কোনো জিনিস সম্পর্কে জানার কৌতূহল হয়। এমন ক্ষেত্রে ফোনের ক্যামেরাই সেই তথ্য দিতে পারে। এর জন্য আপনাকে Google Lens ব্যবহার করতে হবে। আপনি যে কোনো জিনিসের ছবি তুললেই Google Lens অনলাইনে সেটি সার্চ করে তার সঙ্গে সম্পর্কিত তথ্য দেখিয়ে দেয়। তাই কারও জুতো, পোশাক বা ঘড়ি যদি আপনার পছন্দ হয়, তাহলে ঘণ্টার পর ঘণ্টা ইন্টারনেটে খোঁজ না করে সরাসরি ফোনের ক্যামেরার সাহায্যেই সহজে তা খুঁজে নিতে পারেন।
advertisement
অনেক সময় কোনো ডকুমেন্ট বা কাগজ স্ক্যান করে কোথাও পাঠানোর প্রয়োজন হয়। এমন ক্ষেত্রে আলাদা স্ক্যানার ব্যবহার করার বদলে ফোনের ক্যামেরা দিয়েই তা স্ক্যান করা যায়। বর্তমানে বেশিরভাগ স্মার্টফোনেই কাগজ স্ক্যান করার ফিচার আগে থেকেই থাকে, তাই আলাদা করে কোনো অ্যাপ ডাউনলোড করার দরকার পড়ে না। ফোনের ক্যামেরা ব্যবহার করে খুব সহজেই যেকোনো ডকুমেন্ট স্ক্যান করা সম্ভব।






