এত বড় চমক! এবার কি ভারতীয় দলের কোচ যুবরাজ সিং? প্রাক্তন তারকার কথায় বাড়ল জল্পনা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Team India Coach: ভারতীয় ক্রিকেট দল বর্তমানে এক গুরুত্বপূর্ণ রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। সিনিয়র খেলোয়াড়দের বিদায় ও নতুন প্রজন্মের আগমনে দল গঠনের পাশাপাশি কোচিং কাঠামো নিয়েও আলোচনা তুঙ্গে।
advertisement
advertisement
advertisement
অভিষেক শর্মার ক্ষেত্রে যুবরাজের প্রভাব আরও বেশি চোখে পড়ে। কঠিন পরিস্থিতিতেও নির্ভয়ে বড় শট খেলা এবং ম্যাচের গতিপথ বদলে দেওয়ার মানসিকতা তিনি গড়ে তুলেছেন যুবরাজের তত্ত্বাবধানে। পানেসারের মতে, যুবরাজ তরুণ ক্রিকেটারদের শুধু টেকনিক নয়, আন্তর্জাতিক স্তরের চাপ সামলানোর মানসিক প্রস্তুতিও দিতে পারেন, যা আজকের দিনে অত্যন্ত জরুরি।
advertisement
পানেসার আরও মনে করেন, যুবরাজ সিংয়ের জীবনসংগ্রাম তাঁকে আলাদা করে তোলে। ক্যানসারের মতো মারণ রোগকে জয় করে মাঠে ফিরে এসে বিশ্বকাপ জয়—এই অভিজ্ঞতা তাঁর নেতৃত্বগুণ ও মানসিক দৃঢ়তার প্রমাণ। বর্তমান ভারতীয় দলে এমন একজন কোচের প্রয়োজন, যিনি ব্যাটসম্যানদের চাপের মুহূর্তে ইনিংস শেষ করার কৌশল শেখাতে পারবেন। এই দিক থেকে যুবরাজ সিং হতে পারেন টিম ইন্ডিয়ার জন্য এক মূল্যবান সম্পদ।









