Kolkata News: ৯০ বছরে বৃদ্ধের বুকে পেসমেকার! অসাধ্য সাধন কলকাতার বিআরসিং হাসপাতালের
- Published by:Sanjukta Sarkar
- Written by:Onkar Sarkar
Last Updated:
Kolkata News: যে কোনও বয়সের ক্ষেত্রেই পেসমেকার বসানো যথেষ্ট কঠিন। সেক্ষেত্রে ৯০ বছর বয়সের কোনও মানুষের হার্টে পেসমেকার বসিয়ে সেটাকে স্থিতিশীল করা যে খুবই কঠিন তা স্বীকার করে নিয়েছেন চিকিৎসকরা।
কলকাতা: ফের অসাধ্য সাধন করলেন বি আর সিং হাসপাতালের চিকিৎসকরা। ৯০ বছরের এক রোগীর শরীরে পেসমেকার বসিয়ে প্রাণ বাঁচালেন তাঁরা। যে কোনও বয়সের ক্ষেত্রেই পেসমেকার বসানো যথেষ্ট কঠিন। সেক্ষেত্রে ৯০ বছর বয়সের কোনও মানুষের হার্টে পেসমেকার বসিয়ে সেটাকে স্থিতিশীল করা যে খুবই কঠিন তা স্বীকার করে নিয়েছেন চিকিৎসকরা।
প্রচণ্ড বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বছর ৯০ এর ওই প্রবীণ। হাসপাতাল সূত্রে খবর, ভর্তি হওয়ার সময় ওই রোগীর হার্ট রেট খুবই কম ছিল যা কিনা চিন্তায় ফেলেছিল চিকিৎসকদের। তাছাড়াও সম্পূর্ণ ভাবে হার্ট ব্লক হয়ে গিয়েছিল তাঁর। ফলে, প্রাণহানির বড় আশঙ্কা ছিল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
advertisement
advertisement
বিভিন্ন বার্ধক্যজনিত রোগ যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, কিডনির সমস্যায় ভুগছিলেন ওই রোগী। শরীরে প্লেটেলটের সংখ্যাও ছিল কম। এই সমস্ত সমস্যা সত্ত্বেও পেসমেকার বসানোর সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। স্টেবিলাইজ করার পর ওই রোগীর শরীরে পেসমেকার বসানোর কাজ শুরু হয়।
বি আর সিং হাসপাতালের কার্ডিওলজিস্টরা মাত্র ২০ মিনিটেই সফল ভাবে ওই রোগীর শরীরে পেসমেকার বসান। তবে, পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত ওই রোগীকে আইসিইউতে পর্যবেক্ষণে রেখেছিলেন চিকিৎসকরা। পূর্ব ভারতে বয়স্ক রোগীদের শরীরে পেসমেকার বসানোর ক্ষেত্রে এই অপারেশন অন্যতম বলে জানিয়েছে বি আর সিং কর্তৃপক্ষ। বর্তমানে ওই রোগী সম্পূর্ণ সুস্থ আছেন বলে জানা গিয়েছে।
advertisement
প্রসঙ্গত, এত বয়সে পেসমেকার বসানো সত্যি চিন্তার। তার মধ্যে এই রোগীর স্থায়ী পেসমেকার বসানো হয়েছে। মূলত স্থায়ী পেসমেকার তাঁদেরই বসানো হয়, যাঁদের হৃদপিণ্ডের গতির স্থায়ী সমস্যা রয়েছে। হৃদপিণ্ডের শ্লথ গতির জন্য যে সমস্যাগুলি হয়, যেমন ক্লান্তি, হার্ট ফেলিওর, বারবার চোখে অন্ধকার দেখা বা অজ্ঞান হয়ে যাওয়াকে নিয়ন্ত্রণ করতে এবং রোগীকে সুস্থ, স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সাহায্য করে। তবে পেসমেকার বসানোর পর বেশ কিছু সাবধানতা মেনে চলতে হয়। সেই নিয়ম অবশ্যই মেনে চলতে হবে বছর ৯০ এর এই বৃদ্ধকে।
advertisement
ওঙ্কার সরকার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 06, 2023 11:59 PM IST