IMD Alert || Latest Weather Update: ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! ১২ রাজ্যে কাঁপিয়ে বৃষ্টি আগামী ৪৮ ঘণ্টায়! সতর্কতা শিলাবৃষ্টিরও! চড়চড় করে চড়বে পারদ কোথায়? আবহাওয়ার বিরাট খেলা হোলিতে...
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
IMD Alert || Cyclonic Circulation Alert: হোলির আগেই বড় পূর্বাভাস দিল আবহাওয়া। মৌসম ভবনের সতর্কতা অনুযায়ী মধ্যপ্রদেশ, গুজরাত, ঝাড়খণ্ড, রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, দিল্লিতে আজ- থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন দেখা যাবে। মধ্যপ্রদেশে শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
advertisement
advertisement
রাজধানী দিল্লিতে বজ্রঝড়ের সতর্কতা: অন্যদিকে সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যাচ্ছে রাজধানী দিল্লিতে। সর্বোচ্চ তাপমাত্রার পতন রেকর্ড করা হয়েছে। আকাশ মেঘলা। কোথাও কোথাও বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এ ছাড়া বজ্রবিদ্যুৎ ও বজ্রঝড়ের মতো পরিস্থিতিও তৈরি হতে পারে দিল্লিতে। এলাকায় ৩ দিন বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে মৌসম বিভাগ। আকাশে মেঘের চলাচল অব্যাহত থাকবে। তবে এই সুযোগে গরম থেকে স্বস্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। দিল্লির তাপমাত্রা গত কয়েকদিনে ৩ ডিগ্রি সেলসিয়াস কমেছে।
advertisement
এই মুহূর্তে ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স পশ্চিম হিমালয়কে প্রভাবিত করছে। এরইমধ্যে পশ্চিম হিমালয়ের নিম্ন স্তরে একটি ঘূর্ণিঝড় সঞ্চালন তৈরি হচ্ছে। গুজরাত এবং সংলগ্ন রাজস্থানের উপর এই ঘূর্ণিঝড় সঞ্চালনের কারণে, এই অঞ্চলে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে বলে মনে করছে মৌসম অধিদফতর। এর পাশাপাশি এর প্রভাব পড়বে মধ্য ভারতেও।
advertisement
advertisement
অন্যদিকে, উত্তরপ্রদেশে শীঘ্রই তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে। তবে সক্রিয় ওয়েস্টার্ন ডিস্টার্বেন্সের কারণে বজ্রপাত ও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে এখানেও। একই সঙ্গে বেশ কিছু এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এছাড়া বজ্রপাত ও প্রবল বজ্রপাতের সতর্কতাও জারি করা হয়েছে। প্রবল বাতাস বইবে এই এলাকাগুলিতে। ঘন ঘন আবহাওয়ার ওঠানামা প্রভাব ফেলতে পারে জনজীবনে।
advertisement
আবহাওয়া অধিদফতর থেকে মানুষজনকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কোথাও কোথাও বজ্রপাত-সহ বৃষ্টির আশঙ্কা, আবার শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে ৫ দিন পর তাপমাত্রা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে এমনটাও জানিয়েছে আবহাওয়া দফতর। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে বলে মনে করা হচ্ছে। ক্রান্তীয় আবহাওয়া ব্যবস্থার কারণে শনিবার থেকে বুধবার পর্যন্ত বজ্রপাত ও শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
advertisement
advertisement
ঝাড়খণ্ডে তাপমাত্রার উর্ধগতি অব্যাহত রয়েছে। প্রতিনিয়ত আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ঝাড়খণ্ডের তাপমাত্রা দ্রুত বাড়ছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং সর্বনিম্ন তাপমাত্রাও বৃদ্ধি পাচ্ছে ক্রমশ। সেই সঙ্গে আজ সন্ধ্যা থেকে বেশ কিছু এলাকায় প্রবল বাতাসের পূর্বাভাস জারি হয়েছে। এ ছাড়া মোটের উপর আকাশ মেঘলা থাকবে।