Kolkata Metro Railways: হাওড়া থেকে সেক্টর ফাইভ এবার আরও মেট্রো! শনিবার বাড়ল পরিষেবা, পার্পল লাইন নিয়েও খুশির খবর

Last Updated:

হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভে মেট্রো যাত্রীদের সংখ্যা বাড়ছে৷ প্রায় প্রতিদিন নতুন নতুন যাত্রী যোগ হচ্ছে। এর পাশাপাশি গ্রিন লাইনে ছুটির দিনেও যাত্রী হচ্ছে যথাযথ। বিশেষ করে শনি ও রবিবার। তাই গ্রিন লাইনে শনিবার বাড়ানো হচ্ছে যাত্রী। আসুন এক নজরে দেখে নেওয়া যাক হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভের গ্রিন লইনের শনিবারের সময়সূচি৷

News18
News18
কলকাতা: মেট্রো যাত্রীদের জন্য সুখবর! ২২ নভেম্বর অর্থাৎ শনিবার থেকে ১৮৬টি পরিষেবার পরিবর্তে গ্রিন লাইনে (হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ফাইভ) ২০২টি পরিষেবা (১০১টি আপ এবং ১০১টি ডাউন) পরিচালিত হবে বলে জানিয়েছে মেট্রো রেল। অন্যদিকে, এতদিন পার্পল লাইনে মেট্রো চলত সোম থেকে শুক্রবার পর্যন্ত। চলতি সপ্তাহ থেকে শনিবারও ওই লাইনে মিলবে পরিষেবা। দিনের প্রথম মেট্রো জোকা থেকে ছাড়বে ১ টা বেজে ২৫ মিনিটে। মাঝেরহাট থেকে প্রথম মেট্রো ছাড়বে ১ টা বেজে ৪৯ মিনিটে। শেষ মেট্রো জোকা ছাড়বে ৮ টা বেজে ১১ মিনিটে। মাঝেরহাট থেকে শেষ মেট্রো পাবেন ৮ টা বেজে ৩২ মিনিটে। ২১ মিনিটের ব্যবধানে চলবে মেট্রো।
হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভে মেট্রো যাত্রীদের সংখ্যা বাড়ছে৷ প্রায় প্রতিদিন নতুন নতুন যাত্রী যোগ হচ্ছে। এর পাশাপাশি গ্রিন লাইনে ছুটির দিনেও যাত্রী হচ্ছে যথাযথ। বিশেষ করে শনি ও রবিবার। তাই গ্রিন লাইনে শনিবার বাড়ানো হচ্ছে যাত্রী। আসুন এক নজরে দেখে নেওয়া যাক হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভের গ্রিন লইনের শনিবারের সময়সূচি৷
advertisement
advertisement
প্রথম পরিষেবা:
সল্টলেক সেক্টর V থেকে হাওড়া ময়দান পর্যন্ত ০৬.৩২ ঘণ্টায় (কোনও পরিবর্তন নেই)।
হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর V পর্যন্ত ০৬.৩০ ঘণ্টায় (কোনও পরিবর্তন নেই)।
শেষ পরিষেবা:
সল্টলেক সেক্টর V থেকে হাওড়া ময়দান পর্যন্ত ২১.৪৭ ঘণ্টায় (কোনও পরিবর্তন নেই)।
advertisement
হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর V পর্যন্ত ২১.৪৫ ঘণ্টায় (কোনও পরিবর্তন নেই)।
অন্যদিকে, পার্পল লাইন অর্থাৎ জোকা-মাঝেরহাট মেট্রো পরিষেবাও এবার থেকে পাওয়া যাবে শনিবার।
advertisement
২২.১১.২০২৫ থেকে, এই লাইনে শনিবার ২১ মিনিটের ব্যবধানে ৪০টি পরিষেবা (২০টি আপ এবং ২০টি ডিএন) পরিচালিত হবে।
শনিবার প্রথম পরিষেবা:
জোকা থেকে মাঝেরহাট দুপুর ২.২৫ মিনিটে।
মাঝেরহাট থেকে জোকা দুপুর ২.৪৯ মিনিটে।
শনিবার শেষ পরিষেবা:
জোকা থেকে মাঝেরহাট রাত ২.১১ মিনিটে।
মাঝেরহাট থেকে জোকা রাত ২.৩২ মিনিটে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Metro Railways: হাওড়া থেকে সেক্টর ফাইভ এবার আরও মেট্রো! শনিবার বাড়ল পরিষেবা, পার্পল লাইন নিয়েও খুশির খবর
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে নিম্নচাপ ! উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় সামান্য বৃষ্টি, দক্ষিণবঙ্গে আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া? দেখে নিন
সাগরে নিম্নচাপ ! উত্তরের পার্বত্য এলাকায় সামান্য বৃষ্টি, দক্ষিণবঙ্গে কেমন আবহাওয়া?
  • সাগরে নিম্নচাপ !

  • উত্তরের পার্বত্য এলাকায় সামান্য বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া?

VIEW MORE
advertisement
advertisement