Kolkata Metro: মঙ্গলবারও ব্লু লাইন মেট্রোয় সমস্যা, নোয়াপাড়া-বরাহনগর একাধিক জায়গায় সিগনালিং তার ছেঁড়া

Last Updated:

মঙ্গলবার, সপ্তাহের দ্বিতীয় কাজের দিন-ই ভোগান্তি! ব্লু লাইন মেট্রোয় সমস্যা। রাতের নজরদারি চলাকালীন সামনে এল অদ্ভুত ঘটনা। কিছু গুরুত্বপুর্ন সিগন্যালিং পয়েন্টের তার কাটা

ব্লু লাইন মেট্রোয় সমস্যা, সিগনালিং পয়েন্টে সমস্যায় যাত্রী ভোগান্তি
ব্লু লাইন মেট্রোয় সমস্যা, সিগনালিং পয়েন্টে সমস্যায় যাত্রী ভোগান্তি
কলকাতা: মঙ্গলবার, সপ্তাহের দ্বিতীয় কাজের দিন-ই ভোগান্তি! ব্লু লাইন মেট্রোয় সমস্যা। রাতের নজরদারি চলাকালীন সামনে এল অদ্ভুত ঘটনা। কিছু গুরুত্বপুর্ন সিগন্যালিং পয়েন্টের তার কাটা। একাধিক সিগন্যাল পয়েন্টের তার কাটা অবস্থায় লক্ষ্য করা গেল। নোয়াপাড়া থেকে বরাহনগর স্টেশনের মধ্যে একাধিক জায়গায় সিগন্যালিং তার কাটা। নতুন তার দিয়ে সিগন্যাল পয়েন্ট সারানোর কাজ শুরু হয়েছে।
দক্ষিণেশ্বর এবং দমদম স্টেশনের মধ্যে পরিষেবায় সমস্যা, ট্রেন চলাচল বন্ধ না হলেও অনিয়মিত পরিষেবা। বাকি অংশে ট্রেন পরিষেবা স্বাভাবিক। দমদম থেকে স্বাভাবিক মেট্রো চলাচল। দুর্ঘটনা নাকি অন্য কিছু? খতিয়ে দেখছে মেট্রো কর্তৃপক্ষ।
advertisement
advertisement
রবিবার সকালেও ব্লু লাইনে (শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর) ভাঙা পথে মেট্রো পরিষেবা শুরু হয়। ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা পুরোপুরি বন্ধ ছিল। প্রায় এক ঘণ্টা পর পরিষেবা স্বাভাবিক হয়েছে বলে দাবি মেট্রো কর্তৃপক্ষের। সকালে পুরোপথে পরিষেবা না-মেলায় ভোগান্তির শিকার হন যাত্রীরা। রবিবার সাধারণ ব্লু লাইনে সকাল ৯টা থেকে পরিষেবা চালু হয়।
advertisement
শনিবারও এই ব্লু লাইনে পরিষেবা ব্যাহত হয়। রক্ষণাবেক্ষণের কাজের জন্য দক্ষিণেশ্বর স্টেশনে দীর্ঘ ক্ষণ বন্ধ ছিল পরিষেবা। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল, দক্ষিণেশ্বর স্টেশনের কাছে সিগন্যালিং ব্যবস্থায় রক্ষণাবেক্ষণের কাজের কারণে বরাহনগর থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত ভাঙাপথে বেশ কিছুক্ষণ পরিষেবা চলে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Metro: মঙ্গলবারও ব্লু লাইন মেট্রোয় সমস্যা, নোয়াপাড়া-বরাহনগর একাধিক জায়গায় সিগনালিং তার ছেঁড়া
Next Article
advertisement
West Bengal Weather Update: ধীরে ধীরে কিছুটা বাড়বে তাপমাত্রা, কুয়াশাচ্ছন্ন থাকবে আকাশ, জেনে নিন আবহাওয়ার আপডেট
ধীরে ধীরে কিছুটা বাড়বে তাপমাত্রা, কুয়াশাচ্ছন্ন থাকবে আকাশ, জেনে নিন আবহাওয়ার আপডেট
  • ধীরে ধীরে কিছুটা বাড়বে তাপমাত্রা

  • কুয়াশাচ্ছন্ন থাকবে আকাশ

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement