Kolkata Metro Station: চলন্ত মেট্রো তলায় আগুনের ফুলকি! চাঁদনি চক মেট্রো স্টেশনে মেট্রো বিভ্রাট

Last Updated:

চাঁদনি চক মেট্রো স্টেশন এ মেট্রো বিভ্রাট। চলন্ত মেট্রো তলায় আগুনের ফুলকি। বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ চাঁদনী চক মেট্রো স্টেশনে ওই মেট্রোর রেক প্রবেশ করতেই তুমুল চাঞ্চল্য তৈরি হয়। 

চাঁদনী চক মেট্রো স্টেশন এ মেট্রো বিভ্রাট , চলন্ত মেট্রো তলায় আগুনের ফুলকি
চাঁদনী চক মেট্রো স্টেশন এ মেট্রো বিভ্রাট , চলন্ত মেট্রো তলায় আগুনের ফুলকি
কলকাতা: চাঁদনি চক মেট্রো স্টেশন এ মেট্রো বিভ্রাট। চলন্ত মেট্রো তলায় আগুনের ফুলকি। বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ চাঁদনি চক মেট্রো স্টেশনে ওই মেট্রোর রেক প্রবেশ করতেই তুমুল চাঞ্চল্য তৈরি হয়। যাত্রীদের একাংশ দেখেন একটি কামরার নিচ থেকে আগুনের ফুলকি বের হচ্ছে। চাঁদনি চক মেট্রো স্টেশনে একটি মেট্রোর রেক প্রবেশ করতেই কামরার নীচ থেকে আগুনের ফুলকি দেখা যায়। তারপরই যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন ইঞ্জিনিয়ররা। তাঁরা মেট্রো রেকটিকে খালি করে দেন।
advertisement
সেই সময় বেশ খানিক্ষণ পরিষেবা ব্যহত হয়অপরদিকে রেকটিকে খালি করে কারশেডে নিয়ে যাওয়া হয়। ওই রেকের যাত্রীদের পরবর্তী মেট্রোতে পাঠানো হয়। বর্তমানে পরিষেবা স্বাভাবিক হয়েছে বলে জানা যাচ্ছে। তবে কেন হঠাৎ মেট্রোর তলা থেকে আগুনের ফুলকি বেরল তা খতিয়ে দেখছেন ইঞ্জিনিয়ররা।সেন্ট্রাল-সহ বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে পরের মেট্রোগুলি। ফলে সকালেই ভোগান্তির শিকার যাত্রীরা। মেট্রোকর্মীরা জানিয়েছেন, সাময়িক ব্যাহত হওয়ার পরিষেবা ফের স্বাভাবিক হয়েছে। ক্ষতিগ্রস্ত মেট্রোটিকে কারশেডে পাঠানো হয়েছে
advertisement
advertisement
তবে এই বিষয়ে এখনও পর্যন্ত মেট্রো কর্তৃপক্ষের তরফে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নিশর্ট সার্কিটের পর ওই মেট্রো থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। যাত্রীদের স্টেশনে নামানোর পর চাঁদনি চক স্টেশন থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় সেটিকে। তার পর বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়া মেট্রোগুলির চাকা ফের গড়াতে শুরু করে। আট-সকালে ভোগান্তির শিকার হতে হয় যাত্রীদের।
advertisement
প্ল্যাটফর্মের পিলারে ফাটল ধরা পড়ায় নিউ গড়িয়া সংলগ্ন কবি সুভাষ স্টেশনে মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়েছে। তার ফলে এমনিতেই অসুবিধার মুখে পড়তে হচ্ছে যাত্রীদের।কবি সুভাষ প্ল্যাটফর্ম আপাতত বন্ধ হয়ে যাওয়ায় এখন উত্তর-দক্ষিণ মেট্রো শাখার দক্ষিণের প্রান্তিক স্টেশন শহিদ ক্ষুদিরাম। এই পরিস্থিতিতে যাত্রী পরিষেবা বিঘ্নিতও হতে পারে বলে আশঙ্কা। তবে সপ্তাহের কাজের দিনে সকালে মেট্রো বিভ্রাটে বেশ কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয়  নিত্যযাত্রীদের
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Metro Station: চলন্ত মেট্রো তলায় আগুনের ফুলকি! চাঁদনি চক মেট্রো স্টেশনে মেট্রো বিভ্রাট
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement