Kolkata Metro Station: চলন্ত মেট্রো তলায় আগুনের ফুলকি! চাঁদনি চক মেট্রো স্টেশনে মেট্রো বিভ্রাট
- Published by:Satabdi Adhikary
- Reported by:Susmita Mondal
Last Updated:
চাঁদনি চক মেট্রো স্টেশন এ মেট্রো বিভ্রাট। চলন্ত মেট্রো তলায় আগুনের ফুলকি। বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ চাঁদনী চক মেট্রো স্টেশনে ওই মেট্রোর রেক প্রবেশ করতেই তুমুল চাঞ্চল্য তৈরি হয়।
কলকাতা: চাঁদনি চক মেট্রো স্টেশন এ মেট্রো বিভ্রাট। চলন্ত মেট্রো তলায় আগুনের ফুলকি। বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ চাঁদনি চক মেট্রো স্টেশনে ওই মেট্রোর রেক প্রবেশ করতেই তুমুল চাঞ্চল্য তৈরি হয়। যাত্রীদের একাংশ দেখেন একটি কামরার নিচ থেকে আগুনের ফুলকি বের হচ্ছে। চাঁদনি চক মেট্রো স্টেশনে একটি মেট্রোর রেক প্রবেশ করতেই কামরার নীচ থেকে আগুনের ফুলকি দেখা যায়। তারপরই যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন ইঞ্জিনিয়ররা। তাঁরা মেট্রো রেকটিকে খালি করে দেন।
advertisement
সেই সময় বেশ খানিক্ষণ পরিষেবা ব্যহত হয়। অপরদিকে রেকটিকে খালি করে কারশেডে নিয়ে যাওয়া হয়। ওই রেকের যাত্রীদের পরবর্তী মেট্রোতে পাঠানো হয়। বর্তমানে পরিষেবা স্বাভাবিক হয়েছে বলে জানা যাচ্ছে। তবে কেন হঠাৎ মেট্রোর তলা থেকে আগুনের ফুলকি বেরল তা খতিয়ে দেখছেন ইঞ্জিনিয়ররা।সেন্ট্রাল-সহ বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে পরের মেট্রোগুলি। ফলে সকালেই ভোগান্তির শিকার যাত্রীরা। মেট্রোকর্মীরা জানিয়েছেন, সাময়িক ব্যাহত হওয়ার পরিষেবা ফের স্বাভাবিক হয়েছে। ক্ষতিগ্রস্ত মেট্রোটিকে কারশেডে পাঠানো হয়েছে।
advertisement
advertisement
তবে এই বিষয়ে এখনও পর্যন্ত মেট্রো কর্তৃপক্ষের তরফে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি। শর্ট সার্কিটের পর ওই মেট্রো থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। যাত্রীদের স্টেশনে নামানোর পর চাঁদনি চক স্টেশন থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় সেটিকে। তার পর বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়া মেট্রোগুলির চাকা ফের গড়াতে শুরু করে। আট-সকালে ভোগান্তির শিকার হতে হয় যাত্রীদের।
advertisement
প্ল্যাটফর্মের পিলারে ফাটল ধরা পড়ায় নিউ গড়িয়া সংলগ্ন কবি সুভাষ স্টেশনে মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়েছে। তার ফলে এমনিতেই অসুবিধার মুখে পড়তে হচ্ছে যাত্রীদের।কবি সুভাষ প্ল্যাটফর্ম আপাতত বন্ধ হয়ে যাওয়ায় এখন উত্তর-দক্ষিণ মেট্রো শাখার দক্ষিণের প্রান্তিক স্টেশন শহিদ ক্ষুদিরাম। এই পরিস্থিতিতে যাত্রী পরিষেবা বিঘ্নিতও হতে পারে বলে আশঙ্কা। তবে সপ্তাহের কাজের দিনে সকালে মেট্রো বিভ্রাটে বেশ কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয় নিত্যযাত্রীদের ।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
July 31, 2025 12:57 PM IST

