Kolkata HighCourt: 'অফিসারের অভাব রয়েছে!' সিবিআই তদন্তে 'হতাশ' হাইকোর্ট
- Published by:Suvam Mukherjee
- Written by:ARNAB HAZRA
Last Updated:
Kolkata HighCourt: সিবিআই, এর পরিবর্তে এবার ডিআইজি সিআইডি তদন্তের কথা শোনালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
কলকাতা: নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিবিআই তদন্তে 'হতাশ' বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিবিআই, এর পরিবর্তে এবার ডিআইজি সিআইডি তদন্তের কথা শোনালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
মাদ্রাসা সার্ভিস কমিশনের আব্দুল হামিদ এর করা মামলায় এই মন্তব্য করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তাঁর মন্তব্য, "নিয়োগ দুর্নীতির অনেক মামলায় তো সিবিআই তদন্ত করছে। কিন্তু CBI মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করতে পারল না কেন? কেন দেরি করলেন? ওই সময়ে তিনি তো সুপ্রিম কোর্টে চলে গেলেন। সেখান থেকে রক্ষাকবচ নিয়ে নিলেন।"
advertisement
পরে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, "সিবিআইয়ের হাতে এখন অনেক মামলা রয়েছে। অফিসারের অভাব রয়েছে। সিআইডিকে তদন্তভার দেওয়া যেতেই পারে। প্রয়োজনে আদালত নজরদারি করবে।"
advertisement
মামলকারীর আইনজীবী ফিরদৌস শামিমের যুক্তি, সুপ্রিম কোর্টের একাধিক রায়ে বলা হয়েছে সরকারের উপরমহল থেকে কোনও অনিময় হলে সিআইডির পরিবর্তে সিবিআইকে সরাসরি তদন্ত করতে দেওয়া যেতে পারে।
advertisement
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্যবেক্ষণ, সিআইডি তদন্ত করলেও, প্রয়োজনে আদালত নজরদারি করতে পারে। বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, হাইকোর্টের অন্য একটি বেঞ্চ এসএসসি নিয়োগ দুর্নীতি রহস্যভেদে ডিআইজি সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছে।
যদিও মঙ্গলবার মাদ্রাসা মামলায় তদন্তভার নিয়ে কোনও নির্দেশ দেয়নি আদালত। দু'সপ্তাহ পর মামলাটি ফের শুনানি রয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 31, 2023 5:38 PM IST







