বাঘাযতীনে ভয়াবহ দুর্ঘটনা! লরির ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়লেন যুবক! ঘষটে দিয়ে চলে গেল সেই লরিই!

Last Updated:

Baghajatin Bike Accident: বাঘাযতীনে মর্মান্তিক পথদুর্ঘটনা! বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু বাইকচালকের, প্রশ্নের মুখে পুলিশি ভূমিকা!

বাঘাযতীনে মর্মান্তিক পথদুর্ঘটনা! বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু বাইকচালকের, প্রশ্নের মুখে পুলিশি ভূমিকা 
বাঘাযতীনে মর্মান্তিক পথদুর্ঘটনা! বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু বাইকচালকের, প্রশ্নের মুখে পুলিশি ভূমিকা 
খাস কলকাতার বাঘাযতীন চত্বরে ফের ভয়াবহ পথ দুর্ঘটনা। মঙ্গলবার রাতে বাইকে করে যাচ্ছিলেন এক যুবক। আচমকাই বেপরোয়া গতিতে ছুটে আসা একটি লরি সেই বাইকটিকে ধাক্কা মারে। রীতিমতো রাস্তার উপর যুবককে ঘষটে নিয়ে চলে যায় লরিটি। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন ওই যুবক। তাঁর পরিচয় এখনও জানা যায়নি।
দুর্ঘটনার পর সঙ্গে সঙ্গেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। যাদবপুর থানার বিশাল পুলিশবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ লরিটিকে আটক করেছে এবং চালককে গ্রেফতারও করা হয়েছে।
advertisement
advertisement
বাঘাযতীনে মর্মান্তিক পথদুর্ঘটনা! বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু বাইকচালকের, প্রশ্নের মুখে পুলিশি ভূমিকা 
বাঘাযতীনে মর্মান্তিক পথদুর্ঘটনা! বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু বাইকচালকের, প্রশ্নের মুখে পুলিশি ভূমিকা

পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ স্থানীয়দের

দুর্ঘটনার পরেই সরব হয়েছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাঁদের অভিযোগ, প্রতিদিন রাতেই পুলিশ লরি চালকদের কাছ থেকে ‘উপযুক্ত টাকা’ নিয়ে বেপরোয়া লরিগুলো ছেড়ে দেয়। এমনকি, টোল বা সময়সীমা না মানলেও পুলিশ নাকি চোখ বুজে থাকে। ফলে দিনের পর দিন এই ধরনের দুর্ঘটনার সম্ভাবনা বাড়ছে।
advertisement
স্থানীয়দের কথায়, “রোজ রাতে লরি আসে, পুলিশ টাকা নিয়ে ছেড়ে দেয়। আর তার খেসারত দিতে হয় আমাদের মতো সাধারণ মানুষকে—কখনও প্রাণ দিয়ে, কখনও পঙ্গু হয়ে।”

প্রশ্নের মুখে পুলিশ প্রশাসনের ভূমিকা

এভাবে রাতের কলকাতায় লরির দৌরাত্ম্য এবং সেই সঙ্গে পুলিশের মদত নিয়ে প্রশ্ন উঠছে বারবার। প্রশাসনের ভূমিকা নিয়ে আবারও উদ্বেগ বেড়েছে। দুর্ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি, মৃত যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
বাঘাযতীনে ভয়াবহ দুর্ঘটনা! লরির ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়লেন যুবক! ঘষটে দিয়ে চলে গেল সেই লরিই!
Next Article
advertisement
Kolkata Water Logging Update: মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
  • দুপুরের পর থেকে কমে এসেছিল বৃষ্টি৷ যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছিল কলকাতা পুরসভাও৷ শেষ পর্যন্ত রাতের মধ্যেই শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা থেকে জল সম্পূর্ণ সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলে দাবি করল কলকাতা পুরসভা৷ মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত যে রাস্তাগুলি থেকে জল নেমেছে, সেই রাস্তাগুলির একটি তালিকাও প্রকাশ করে পুর কর্তৃপক্ষ৷

VIEW MORE
advertisement
advertisement