দেওয়ালে তাকালেই টিকটিকির নাচ দেখছেন? ভয় নেই, এটা করুন! লেজ গুটিয়ে পালাবে, এক পয়সাও খরচ হবে না!
- Published by:Tias Banerjee
Last Updated:
Tips And Tricks: বাড়ছে টিকটিকির উৎপাত? রান্নাঘর থেকে দেওয়ালের কোণ—সব জায়গায় ঘোরাঘুরি! ভয় বা অস্বস্তিতে না ভুগে ঘরোয়া উপায়েই তাড়িয়ে দিন টিকটিকি।
গ্রীষ্মকাল এলেই বাড়িতে টিকটিকির আনাগোনা বেড়ে যায়। বিশেষ করে রান্নাঘর, স্টোর রুম বা দেওয়ালের কোণায় তাদের দেখা মেলে প্রায়ই। বেডরুমের দেওয়ালেও চলে টিকটিকির নাচ! যা দেখে ভয়ে শিউরে ওঠেন অনেকেই। সরীসৃপে ঘেন্না থাকলে টিকটিকি দেখলেই সমস্যা হয় একাংশের। এর থেকে রেহাই পাওয়ার সহজ টোটকা আজ বলব। এক টাকাও খরচ হবে না।
advertisement
অনেকে বলেন, টিকটিকি মশা বা পোকা খেয়ে ঘরকে পরিষ্কার রাখতে সাহায্য করে, কিন্তু দিনের পর দিন চোখের সামনে ওদের ঘোরাফেরা অনেকের মধ্যেই অস্বস্তি আর ভয় তৈরি করে। যাঁরা এই সমস্যায় পড়েছেন, তাঁদের বলব—চিন্তার কিছু নেই! আপনার রান্নাঘরের মশলা থেকে শুরু করে হাল্কা কিছু গন্ধ—all natural remedies—দিয়েই সহজে টিকটিকি দূরে রাখা যায়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement