বর্ষায় সাপ-খোপ ঢুকে পড়ছে ঘরে? বাড়ির চারপাশে লাগান এই ৫ গাছ, প্রাকৃতিক ভাবে মিলবে 'রক্ষা কবচ'!
- Published by:Tias Banerjee
Last Updated:
Snake Repellent Plants: বর্ষাকালে যদি আপনি কিছু নির্দিষ্ট গাছ বাড়ির উঠোন, বারান্দা কিংবা বাগানে লাগান, তাহলে সাপ, বিছের মতো বিষাক্ত প্রাণীরা বাড়ির ধারে ঘেঁষবে না। এই গাছগুলো যেমন উপকারী, তেমনই একপ্রকার ‘প্রাকৃতিক রক্ষা কবচ’। চলুন জেনে নিই সেই ৫টি আশ্চর্য গাছের নাম এবং তাদের উপকারিতা।
advertisement
advertisement
স্থানীয় উদ্যান বিশেষজ্ঞ মোহাম্মদ আলম জানিয়েছেন, বর্ষাকালে যদি আপনি কিছু নির্দিষ্ট গাছ বাড়ির উঠোন, বারান্দা কিংবা বাগানে লাগান, তাহলে সাপ, বিছের মতো বিষাক্ত প্রাণীরা বাড়ির ধারে ঘেঁষবে না। এই গাছগুলো যেমন উপকারী, তেমনই একপ্রকার ‘প্রাকৃতিক রক্ষা কবচ’। চলুন জেনে নিই সেই ৫টি আশ্চর্য গাছের নাম এবং তাদের উপকারিতা!
advertisement
🌿 ১. তুলসী (Tulsi): ঘরের শুদ্ধি, সাপের দূরত্ব প্রায় প্রতিটি ভারতীয় বাড়িতেই তুলসী গাছ দেখা যায়। শুধু ধর্মীয় দিক দিয়েই নয়, এর শক্তিশালী সুবাস সাপের অত্যন্ত অপছন্দের। তুলসী গাছ বাড়ির বারান্দা, জানলার ধারে বা উঠোনে লাগালে তা সাপকে দূরে রাখতে সাহায্য করে। পাশাপাশি তুলসী বাতাসকে বিশুদ্ধ রাখে ও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
advertisement
🌿 ২. ল্যাভেন্ডার (Lavender): ঘ্রাণে স্নিগ্ধতা, ভয়ঙ্করদের ভয় ল্যাভেন্ডারের সুগন্ধ আমাদের মনকে শান্ত করে, কিন্তু সাপ ও বিচ্ছুর জন্য এটি এক আতঙ্কের নাম। এর গন্ধ এতটাই প্রবল যে বিষধর প্রাণীরা কাছ ঘেঁষে না। বাড়ির চারপাশে, বারান্দায় বা বাগানে ল্যাভেন্ডার গাছ লাগালে সেটি এক ধরনের নৈসর্গিক নিরাপত্তা বলয় তৈরি করে।
advertisement
advertisement
advertisement
advertisement