IPL Match: ইডেনে আইপিএলের টিকিট বেশি দামে বিক্রি করছেন দালালরা, উঠছে অভিযোগ

Last Updated:

IPL Match: জেলার বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে টিকিট বুক করতে না পেরে প্রচুর মানুষ কলকাতায় আসছেন। প্রত্যেকে ইডেন গার্ডেনের এদিক ওদিকে ঘোরাঘুরি করছেন।

নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র
#কলকাতা:  আগামী কাল ইডেনে হাই ভোল্টেজ আইপিএল ম্যাচ। সেই ম্যাচের আগের দিন থেকেই সমস্ত টিকিট শেষ। টিকেটের জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন ক্রিকেট প্রেমীরা। যাঁরা অনলাইনে টিকিট কেটেছেন, তারাই মহমেডান ক্লাবের কাউন্টার থেকে টিকিট পাচ্ছেন। আর সবাই টিকিট না পেয়ে যাচ্ছেন দালালদের কাছে, এমনই অভিযোগ। সোমবার সকাল থেকে ইডেন গার্ডেনের সামনে বেশ কিছু লোক এসে জড়ো হয়েছেন। অনেকেই অভিযোগ করছেন, তাঁরা টিকিট কালোবাজারির জন্য এসেছেন। ৮০০ টাকার টিকিট ১৪০০ টাকা থেকে আরম্ভ করে ২হাজার টাকা অবধি  চাইছেন নাকি দাললরা। ১০০০ টাকার টিকিট ১৫০০ টাকা থেকে ৩ হাজার টাকা অবধি দাম।
আরও পড়ুন - বাইকের দামে আস্ত একটি গাড়ি! Bajaj Qute (RE60)-এর সম্পর্কে বিস্তারিত চমকে দেবে
জেলার বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে টিকিট বুক করতে না পেরে প্রচুর মানুষ কলকাতায় আসছেন। প্রত্যেকে ইডেন গার্ডেনের এদিক ওদিকে ঘোরাঘুরি করছেন। বীরভূমের নলহাটি থেকে এসেছেন মনোজিৎ। সঙ্গে আরও দুই বন্ধু। অনলাইনে টিকিট না পেয়ে বেশ আশা নিয়ে এসেছিলেন তাঁরা।যদি কাউন্টার থেকে টিকিট পাওয়া যায়। সেটা না পেয়ে দালালদের টিকিটের কালোবাজারির খপ্পরে পড়ে ভিরমি খাওয়ার মতো অবস্থা হয়েছে তাঁদের, বলছেন তাঁরাই।
advertisement
আরও পড়ুন: 'ক্ষতিটা স্বীকার করতে শিখুন', অর্জুন দল ছাড়ায় নাম না করে কাকে খোঁচা অনুপমের?
সূত্রের খবর,বেশ কিছু ময়দান এবং খেলার সঙ্গে যুক্ত মানুষেরা অনলাইন বেশি করে টিকিট বুক করে রেখেছেন। তাঁরাই সুযোগ বুঝে টিকিটগুলো কালোবাজারি করাচ্ছেন। এমনকি দেখা গেল কম্প্লিমেন্টারি টিকিটও কালোবাজারি হচ্ছে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
IPL Match: ইডেনে আইপিএলের টিকিট বেশি দামে বিক্রি করছেন দালালরা, উঠছে অভিযোগ
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement