Anupam Hazra on Arjun Singh: 'ক্ষতিটা স্বীকার করতে শিখুন', অর্জুন দল ছাড়ায় নাম না করে কাকে খোঁচা অনুপমের?

Last Updated:

রবিবারই বিজেপি ছেড়ে ফের তৃণমূলে যোগ দেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং৷

অনুপমের খোঁচায় অস্বস্তিতে বিজেপি৷
অনুপমের খোঁচায় অস্বস্তিতে বিজেপি৷
#কলকাতা: অর্জুন সিং-এর দল ছাড়া নিয়ে ফের একবার বিজেপি নেতৃত্বকে অস্বস্তিতে ফেললেন অনুপম হাজরা৷ দিলীপ ঘোষের মতো নেতার নাম না করেই অনুপম ফেসবুকে লিখলেন, অর্জুনের মতো নেতারা দল ছেড়ে চলে যাওয়ায় বিজেপি-র যে ক্ষতি হবে তা স্বীকার করা প্রয়োজন৷ তাঁর কটাক্ষ, 'বর্তমানে যেখানে একটা কাউন্সিলর সিটে জিততেই কালঘাম ছুটে যাচ্ছে, সেখানে কাউন্সিলরের যথেষ্ট উপরের পদমর্যাদা সম্পন্ন কেউ দল ছেড়ে গেলে নিঃসন্দেহে তা দলের ক্ষতি৷'
এর আগেও নানা ইস্যুতে দলের রাজ্য নেতাদের একাংশকে আক্রমণ করেছিলেন বোলপুরের প্রাক্তন সাংসদ৷ অর্জুন সিং দল ছাড়ার পর বিজেপি-র সর্বভারতীয় সহ- সভাপতি দিলীপ ঘোষের দাবি ছিল, সাংসদের দলত্যাগে বিজেপি-র কোনও ক্ষতি হবে না৷ বরং দল বদলের এই প্রবণতায় ক্ষতি হবে রাজনীতির৷
advertisement
দিলীপ ঘোষ বা অন্য কোনও নেতার নাম না করেই অনুপম হাজরা একটি ফেসবুক পোস্টে লিখেছেন, ''কেউ দল ছাড়লেই 'কোনও ক্ষতি হবে না' বা 'গুরুত্ব দিতে নারাজ' বলে নিজেদের সান্ত্বনা না দিয়ে 'ক্ষতি যে কিছুটা হয়ে গেলো' সেটা মানতে শেখা দরকার৷ কেন বার বার ছেড়ে যাচ্ছে সেটা বিশ্লেষণ করা দরকার৷ ''
advertisement
অনুপম আরও লিখেছেন, বাস্তবটাকে অস্বীকার করার চেষ্টা করে কোনও লাভ নেই৷ কারণ পুরভোটে একজন কাউন্সিলরকে জিতিয়ে আনতেই বিজেপি-র কালঘাম ছুটে যাচ্ছে৷ সেখানে একজন সাংসদ দল ছাড়লে তা অবশ্যই দলের ক্ষতি৷
advertisement
অনুপমের আরও কটাক্ষ, 'অল ইস ওয়েল বলে দেওয়াটা সিনেমায় দেখতে ভাল লাগলেও বাস্তবে সেটা সব সময় নাও খাটতে পারে৷' অনুপম অবশ্য পোস্টে লিখেছেন, কেউ ব্যক্তিগত স্বার্থে দল ছাড়লে তাকে গুরুত্ব না দেওয়াই ভাল৷
আদি নব্য দ্বন্দ্বে এমনিতেই রাজ্য বিজেপি-র অন্তর্কলহ এখন প্রকাশ্যে চলে এসেছে৷ অর্জুনের দলত্যাগ সম্পর্কে বলতে গিয়েও দিলীপ ঘোষ দলেরই একাংশকে খোঁচা দিয়ে বলেছেন, 'দল যাঁদের সামনের সারিতে নিয়ে এসেছিল তাঁরাই এখন দল ছেড়ে চলে যাচ্ছেন৷' মূলত শাসক দল থেকে আসা নেতারাই ছিলেন দিলীপের লক্ষ্য৷ এবার নাম না করে দিলীপ ঘোষকে পাল্টা খোঁচা দিলেন অনুপম৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Anupam Hazra on Arjun Singh: 'ক্ষতিটা স্বীকার করতে শিখুন', অর্জুন দল ছাড়ায় নাম না করে কাকে খোঁচা অনুপমের?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement