Arjun Singh | Bengal Bjp: অর্জুন দল ছাড়তেই আশঙ্কা, তড়িঘড়ি বড় সিদ্ধান্ত বিজেপির! যা হতে চলেছে...

Last Updated:

Arjun Singh | Bengal Bjp: সোমবারের বৈঠকে ব্যারাকপুর সাংগঠনিক জেলা নেতৃত্বকেও তলব করা হয়েছে।

অর্জুন সিংয়ের দলত্যাগে আশঙ্কা
অর্জুন সিংয়ের দলত্যাগে আশঙ্কা
#কলকাতা: অর্জুন সিংয়ের দলবদলের জের। ব্যারাকপুর সাংগঠনিক জেলায় রদবদল করতে চলেছে বিজেপি। যেহেতু অর্জুন সিং ওই জেলার দায়িত্বে ছিলেন, ফলে ব্যারাকপুর বিজেপি সংগঠনে অর্জুন ঘনিষ্ঠরাই রয়ে গিয়েছেন। সোমবারের বৈঠকে ব্যারাকপুর সাংগঠনিক জেলা নেতৃত্বকেও তলব করা হয়েছে।
ইতিমধ্যেই ওয়েস্টিন হোটেলে পৌঁছেছেন ফাল্গুনী পাত্র। বর্তমানে ফাল্গুনী বিজেপির রাজ্য কমিটির সদস্য। প্রাক্তন ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি। আবিষ্কার ভট্টাচার্য হলেন ব্যারাকপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক। দুজনেই রয়েছেন এই বৈঠকে।
advertisement
বিজেপি নেতৃত্বের বক্তব্য, অর্জুন সিং নিজের প্রভাব খাটিয়ে জেলা কমিটিতে তাঁর ঘনিষ্ঠদের অন্তর্ভূক্ত করেছিলেন। অর্জুনের দলবদল এর পরেই এবার ব্যারাকপুর সাংগঠনিক জেলার নতুন কমিটি তৈরি করার পথে বিজেপি। আজই কেন্দ্রীয় নেতৃত্ব বঙ্গ বিজেপি নেতৃত্বকে সঙ্গে নিয়ে বৈঠকে বসছে। বৈঠকে থাকার কথা কেন্দ্রীয় নেতা ভূপেন্দ্র যাদব, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দের।
advertisement
ভাঙনের তুমুল আশঙ্কা বঙ্গ বিজেপির অন্দরে। সামনেই পঞ্চায়েত নির্বাচন, তারপর লোকসভা। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর থেকে অনেকেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। গেরুয়া শিবিরে ধারাবাহিক দলত্যাগের তালিকায় নতুন সংযোজন অর্জুন সিং। সেই ভাঙন আটকাতেই দিনভর রুদ্ধদ্বার বৈঠক হবে। যদিও এই বৈঠক প্রসঙ্গে বিজেপি নেতৃত্বের বক্তব্য, এটা রুটিন সাংগঠনিক বৈঠক। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে দলে ক্রমবর্ধমান ভাঙ্গন ঠেকাতেই তড়িঘড়ি বৈঠকে বসেছে বিজেপি শিবির।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Arjun Singh | Bengal Bjp: অর্জুন দল ছাড়তেই আশঙ্কা, তড়িঘড়ি বড় সিদ্ধান্ত বিজেপির! যা হতে চলেছে...
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement