Arjun Singh: সাংসদ পদ ছাড়বেন? দু' জনের উদাহরণ দিয়ে শর্ত দিলেন অর্জুন

Last Updated:
ফের দলবদল অর্জুনের৷
ফের দলবদল অর্জুনের৷
#কলকাতা: বিজেপি-র টিকিটে সাংসদ হয়েছিলেন৷ এবার তৃণমূলে যোগ দিয়ে কি সেই সাংসদ পদ ছাড়বেন অর্জুন সিং? ব্যারাকপুরের সাংসদ তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই এই প্রশ্ন তুলতে শুরু করেছে বিজেপি শিবির৷
যদিও সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য শর্ত দিয়েছেন অর্জুন সিং৷ নাম না করেই কাঁথির সাংসদ শিশির অধিকারী এবং তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীর উদাহরণ দিয়েছেন তিনি৷ সাংসদ পদ ছাড়ার প্রশ্নে অর্জুনের জবাব, 'তৃণমূল কংগ্রেসের প্রতীক নিয়ে দু' জন সাংসদ আছেন যারা বিজেপি করছেন৷ আগে ওনারা সাংসদ পদে ইস্তফা দিন৷ ওঁরা ইস্তফা দিলে তার এক ঘণ্টার মধ্যে আমি সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে পুনর্নির্বাচনের জন্য তৈরি৷' ব্যারাকপুরের সাংসদ অবশ্য জানিয়েছেন, এ বিষয়ে তাঁর বর্তমান দল তৃণমূল কংগ্রেস যে নির্দেশ দেবেন, সেটাই মেনে নেবেন তিনি৷
advertisement
advertisement
যদিও শিশির এবং দিব্যেন্দু অধিকারীর তুলনা টেনে অর্জুনের এই শর্তকে নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ৷ তাঁর পাল্টা দাবি, শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী বিজেপি-তে যোগই দেননি৷ দিলীপ ঘোষ বলেন, 'শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারীকে েকউ বিজেপি অফিসে এসে পতাকা হাতে তুলে নিতে দেখেছেন? সেই সময় তো আমি বিজেপি-র রাজ্য সভাপতি ছিলাম৷ ওনাদের পরিবারের কোনও সদস্য বিজেপি-তে যোগ দেওয়া মানেই ওঁরাও বিজেপি-তে এসেছেন, তার তো কোনও মানে নেই৷ আমি তো শিশির অধিকারী বা দিব্যেন্দু অধিকারীর হাতে বিজেপি-র পতাকা তুলে দিইনি৷ যাঁরা বিজেপি-তে যোগই দিলেন না, তাঁদের নিয়ে এমন প্রশ্ন উঠছে কেন?'
advertisement
২০২০ সালের শেষ দিকে বিজেপি-তে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী৷ এর আগে থেকেই ধীরে ধীরে অধিকারী পরিবারের সঙ্গে দূরত্ব তৈরি হয় তৃণমূলের৷ শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারীর সঙ্গেও তৃণমূল শিবিরের সম্পর্ক ছিন্ন হয়৷ এই দুই সাংসদও বিজেপি-তে যোগ দেবেন, এমন জল্পনাও ছড়িয়ে পড়ে৷ শিশির অধিকারীর সাংসদ পদ বাতিলের জন্য লোকসভার অধ্যক্ষের কাছে আবেদনও জানিয়েছে তৃণমূল৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Arjun Singh: সাংসদ পদ ছাড়বেন? দু' জনের উদাহরণ দিয়ে শর্ত দিলেন অর্জুন
Next Article
advertisement
Nadia News: নদিয়ার কৃষ্ণগঞ্জে বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনে জড়িত থাকার অভিযোগে জেল খাটা বিজেপি নেতা যোগ দিলেন তৃণমূলে
নদিয়ার কৃষ্ণগঞ্জে বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনে জড়িত থাকার অভিযোগে জেল খাটা বিজেপি নেতা যোগ দিলেন তৃণমূলে
  • নদিয়ার হাঁসখালি ব্লকের দাপুটে বিজেপি নেতা নির্মল ঘোষ যোগ দিল তৃণমূলে। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার, বিধায়ক মুকুটমণি অধিকারী ও তৃণমূলের রানাঘাট সাংগঠনিক জেলার সভাপতি দেবাশিস গঙ্গোপাধ্যায়ের উপস্থিতিতে রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারীর হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন নির্মল ঘোষ।

VIEW MORE
advertisement
advertisement