Arjun Singh: সাংসদ পদ ছাড়বেন? দু' জনের উদাহরণ দিয়ে শর্ত দিলেন অর্জুন
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
#কলকাতা: বিজেপি-র টিকিটে সাংসদ হয়েছিলেন৷ এবার তৃণমূলে যোগ দিয়ে কি সেই সাংসদ পদ ছাড়বেন অর্জুন সিং? ব্যারাকপুরের সাংসদ তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই এই প্রশ্ন তুলতে শুরু করেছে বিজেপি শিবির৷
যদিও সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য শর্ত দিয়েছেন অর্জুন সিং৷ নাম না করেই কাঁথির সাংসদ শিশির অধিকারী এবং তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীর উদাহরণ দিয়েছেন তিনি৷ সাংসদ পদ ছাড়ার প্রশ্নে অর্জুনের জবাব, 'তৃণমূল কংগ্রেসের প্রতীক নিয়ে দু' জন সাংসদ আছেন যারা বিজেপি করছেন৷ আগে ওনারা সাংসদ পদে ইস্তফা দিন৷ ওঁরা ইস্তফা দিলে তার এক ঘণ্টার মধ্যে আমি সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে পুনর্নির্বাচনের জন্য তৈরি৷' ব্যারাকপুরের সাংসদ অবশ্য জানিয়েছেন, এ বিষয়ে তাঁর বর্তমান দল তৃণমূল কংগ্রেস যে নির্দেশ দেবেন, সেটাই মেনে নেবেন তিনি৷
advertisement
advertisement
যদিও শিশির এবং দিব্যেন্দু অধিকারীর তুলনা টেনে অর্জুনের এই শর্তকে নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ৷ তাঁর পাল্টা দাবি, শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী বিজেপি-তে যোগই দেননি৷ দিলীপ ঘোষ বলেন, 'শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারীকে েকউ বিজেপি অফিসে এসে পতাকা হাতে তুলে নিতে দেখেছেন? সেই সময় তো আমি বিজেপি-র রাজ্য সভাপতি ছিলাম৷ ওনাদের পরিবারের কোনও সদস্য বিজেপি-তে যোগ দেওয়া মানেই ওঁরাও বিজেপি-তে এসেছেন, তার তো কোনও মানে নেই৷ আমি তো শিশির অধিকারী বা দিব্যেন্দু অধিকারীর হাতে বিজেপি-র পতাকা তুলে দিইনি৷ যাঁরা বিজেপি-তে যোগই দিলেন না, তাঁদের নিয়ে এমন প্রশ্ন উঠছে কেন?'
advertisement
২০২০ সালের শেষ দিকে বিজেপি-তে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী৷ এর আগে থেকেই ধীরে ধীরে অধিকারী পরিবারের সঙ্গে দূরত্ব তৈরি হয় তৃণমূলের৷ শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারীর সঙ্গেও তৃণমূল শিবিরের সম্পর্ক ছিন্ন হয়৷ এই দুই সাংসদও বিজেপি-তে যোগ দেবেন, এমন জল্পনাও ছড়িয়ে পড়ে৷ শিশির অধিকারীর সাংসদ পদ বাতিলের জন্য লোকসভার অধ্যক্ষের কাছে আবেদনও জানিয়েছে তৃণমূল৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 23, 2022 9:36 AM IST