Abhishek Banerjee Arjun Singh: অর্জুনের পথেই কি 'ঘরমুখী' আরও অনেকে? নজরে ৩০ মে 'অর্জুন-গড়ে' অভিষেকের সভা!

Last Updated:

Abhishek Banerjee: । সদ্য তৃণমূলে যোগ দেওয়া অর্জুনের বিধায়ক পুত্র বিজেপির পবন সিং-সহ আরও বেশ কয়েকজন গেরুয়া শিবির ছেড়ে শাসকদলে যোগ দিতে চলেছেন বলে খবর।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা শ্যামনগরে
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা শ্যামনগরে
#কলকাতা:  অর্জুনের পথে চলতি মাসের ৩০ তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যারাকপুরের সভায় কি আরও অনেকের যোগদান করার সম্ভাবনা? তুমুল জল্পনা শুরু রাজনৈতিক মহলে। সদ্য তৃণমূলে যোগ দেওয়া অর্জুনের বিধায়ক পুত্র বিজেপির পবন সিং-সহ আরও বেশ কয়েকজন গেরুয়া শিবির ছেড়ে শাসকদলে যোগ দিতে চলেছেন বলে খবর (Abhishek Banerjee Arjun Singh)।
অর্জুন সিংকে প্রশ্ন করা হয়েছিল, "আপনার বিধায়ক পুত্র কি তৃণমূলে যোগ দেবেন? প্রশ্নের উত্তরে অর্জুন সিং (Arjun Singh) বলেন, শুধু ও নয়,  দেখুন না ৩০ তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভামঞ্চে কী হয়। অর্জুন সিংয়ের ইঙ্গিতপূর্ণ মন্তব্যে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। তাহলে কি অর্জুনের পথেই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বিজেপির আরও সাংগঠনিক ধস নামতে চলেছে? উত্তর দেবে সময়ই।
advertisement
advertisement
উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের তরফে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এক ধাপ এগিয়ে বললেন, ২০২৪ এর লোকসভা নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে না। ২০২৩ সালেই বিজেপির সব বিধায়ক তৃণমূলে যোগ দেবেন। শুভেন্দু অধিকারীও? প্রশ্নের উত্তরে জ্যোতিপ্রিয় মল্লিকের জবাব, "দেখুন না কী হয়। বাংলায় রাজনীতিবিদদের একমাত্র বিকল্প মমতা বন্দ্যোপাধ্যায়। অর্জুন সিং দেরিতে হলেও বুঝেছেন। রাজ্যের প্রতি কেন্দ্রের যা বঞ্চনা তাতে  আগামী দিনে পশ্চিমবঙ্গে বিজেপি করার লোক থাকবে না"।
advertisement
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা শ্যামনগরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা শ্যামনগরে
তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিকের কথায়, "অর্জুনের ঘর ওয়াপসি যে আমাদের সংগঠনকে আরও মজবুত করল তা বলার অপেক্ষা রাখে না। তৃণমূলের জন্মলগ্ন থেকেই অর্জুন সিং আমাদের সৈনিক। বিজেপিতে গিয়ে ও বুঝতে পেরেছে মানুষের সমর্থন হারাচ্ছে। দেরিতে হলেও ভুল বুঝেছে এবং আগামী দিনে অর্জুনের পথে যে আরও  অনেকেই রয়েছেন তা আকার-ইঙ্গিতেই স্পষ্ট করে দেন পার্থ ভৌমিক (Abhishek Banerjee Arjun Singh)।
advertisement
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত ধরে দাপুটে বিজেপি নেতা অর্জুন সিংয়ের নিজের পুরনো দল তৃণমূলে যোগদানের পর পার্থ ভৌমিক জ্যোতিপ্রিয় মল্লিক রাজ চক্রবর্তী ও অন্যান্য নেতৃত্বকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠকে কেন্দ্রের বঞ্চনা ও বিজেপির বিরুদ্ধে তোপ দেগে অর্জুন সিং বললেন, আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র তথা বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে সাথি হতেই তৃণমূলে ফিরলাম। তবে অর্জুন সিংয়ের খাস তালুকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত শ্যামনগরে আগামী ৩০ মে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার দিকেই এখন নজর রাজনৈতিক মহলের।
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee Arjun Singh: অর্জুনের পথেই কি 'ঘরমুখী' আরও অনেকে? নজরে ৩০ মে 'অর্জুন-গড়ে' অভিষেকের সভা!
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement