Partha Catterjee: 'আমার কোনও টাকা নেই', সময় এলেই 'ষড়যন্ত্র' সামনে আসবে! পার্থর দাবিতে তোলপাড়

Last Updated:

Partha Catterjee: এদিন জোকা ইএসআই হাসপাতালে ঢোকার সময় মুখ খুলেছেন পার্থ। বলেন, ''আমার কোনও টাকা নেই।'' এমনকী শরীর কেমন জিগ্গেস করা হলে তাঁর জবাব, ''ভালো নেই।''

পার্থ চট্টোপাধ্যায়ের বিস্ফোরণ
পার্থ চট্টোপাধ্যায়ের বিস্ফোরণ
#কলকাতা: ফের তোলপাড় ফেলে দিলেন এসএসসি কাণ্ডে গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গত শুক্রবার তিনি বলেছিলেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। আর এদিন সেই বিষয়টি নিয়ে ফের পার্থকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ''সময় আসলেই বুঝবেন।'' তবে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি নগদ টাকা উদ্ধার করেছে ইডি। সেই টাকা প্রসঙ্গেও এদিন জোকা ইএসআই হাসপাতালে ঢোকার সময় মুখ খুলেছেন পার্থ। বলেন, ''আমার কোনও টাকা নেই।'' এমনকী শরীর কেমন জিগ্গেস করা হলে তাঁর জবাব, ''ভালো নেই।''
দিন দুই আগেই জোকা ইএসআই হাসপাতালে মেডিক্যাল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছিল পাথ-অর্পিতাকে! হুইলচেয়ারে করে হাসপাতালে ঢোকানোর সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিস্ফোরক মন্ত্রী, মুখের মাস্ক নামিয়ে বলেছিলেন, 'আমি ষড়যন্ত্রের শিকার'! মন্ত্রিত্ব থেকে সাসপেন্ড ও দলীয় সমস্ত পদ হারানোর পর এটাই ছিল তাঁর প্রথম প্রতিক্রিয়া। এরপর হাসপাতাল থেকে বেরোনোর সময় তিনি বলেন, ''জেকে ষড়যন্ত্রের শিকার বলে দাবি করার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ''কারা ষড়যন্ত্র করেছে, ঠিকই জানতে পারবেন।''
advertisement
advertisement
গত ২২ জুলাই SSC নিয়োগ 'দুর্নীতি' মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে অভিযান চালায় ED। তাঁর বিরুদ্ধ তদন্তে অসহযোগিতার অভিযোগ ওঠে। গত ২২ জুলাই, শনিবার তাঁকে গ্রেফতার করা হয়। এদিকে 'পার্থ ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) টালিগঞ্জ এবং বেলঘরিয়ার বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়। এদিকে ED সূত্রে খবর, জেরায় অর্পিতা জানিয়েছেন এই অর্থ তাঁর নয়, পার্থ চট্টোপাধ্যায়ের। কিন্তু এদিন পার্থ চট্টোপাধ্যায় প্রকাশ্যে দাবি করলেন সেই টাকা তাঁর নয়।
advertisement
এর আগে দলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করা হলে পার্থ বলেছিলেন,''মমতা বন্দোপাধ্যায়ের সিদ্ধান্ত সঠিক। দল-রাজ্যসরকার যা সিদ্ধান্ত নেওয়ার নিয়েছে। নিরপেক্ষ তদন্তকে প্রভাবিত করতে পারে। দলের সিদ্ধান্ত ঠিক কিনা, সময়ই বলবে।'' উল্লেখ্য, গ্রেফতারির পর থেকে প্রাক্তন মন্ত্রীকে সেভাবে মুখ খুলতে দেখা যায়নি। সংবাদ মাধ্যমের প্রশ্নের সেরকমও উত্তর দিতে দেখা যায়নি। কিন্তু বৃহস্পতিবার দফতরের দায়িত্ব থেকে সরানো এবং দল থেকে বহিষ্কারের খবর শোনার পর শুক্রবার প্রথম প্রকাশ্যে মুখ খুলেছিলেন তিনি। যা আরও কিছুটা বাড়িয়ে দিলেন রবিবার।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Partha Catterjee: 'আমার কোনও টাকা নেই', সময় এলেই 'ষড়যন্ত্র' সামনে আসবে! পার্থর দাবিতে তোলপাড়
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement