চাইলেই মিলবে না ঘর! MLA হোস্টেলে শুরু বিপুল কড়াকড়ি, বিধায়ক অতিথিদের কী কী মানতে হবে?
- Published by:Tias Banerjee
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
বিধায়কদের সব নথি পরীক্ষা করে, তবেই দেওয়া হবে ঘর। বিপুল কড়াকড়ি শুরু বিধায়ক হোস্টেলে। রাজ্য বিধানসভা স্পষ্ট নির্দেশ দিয়ে জানিয়েছে, এবার থেকে বিধায়কদের সুপারিশপত্র নিয়ে যাঁরা হোস্টেলের অতিথিশালায় থাকবেন তাঁদের অন্তত সাতদিন আগে আবেদন করতে হবে।
কলকাতা: এমএলএ হোস্টেলের অতিথিশালায় থাকা নিয়ে কড়া ব্যবস্থা নিতে চলেছে রাজ্য সরকার। এমএলএ হোস্টেলের সুরক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করা হচ্ছে। জানা গেছে, বিধায়কদের সুপারিশেও অতিথিশালার ঘর বরাদ্দ হওয়ার ক্ষেত্রেও আরও কড়াকড়ি করা হচ্ছে বলে জানানো হয়েছে।
রাজ্য বিধানসভা স্পষ্ট নির্দেশ দিয়ে জানিয়েছে, এবার থেকে বিধায়কদের সুপারিশপত্র নিয়ে যাঁরা হোস্টেলের অতিথিশালায় থাকবেন তাঁদের অন্তত সাতদিন আগে আবেদন করতে হবে। অতিথিদের সঙ্গে থাকা সুপারিশপত্র এবং অন্যান্য নথি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখে সন্তুষ্ট হলে তবেই ঘর বরাদ্দ করা হবে। কেউ অসৎ উদ্দেশ্যে ঘর ভাড়া নিচ্ছেন বলে ধরা পড়লে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
advertisement
advertisement
এদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজি মামলায় শেক্সপিয়ার সরণি থানার পুলিশ এমএলএ হোস্টেলের সুপার সুশান্ত মণ্ডলকে তলব করেছে। কীভাবে অভিযুক্ত বিজেপি বিধায়কের নাম করে ঘর ভাড়া নিলেন তাও খতিয়ে দেখা হচ্ছে। ওই বিধায়ককেও আগামীতে জেরা করবে পুলিশ।প্রসঙ্গত, কলকাতার কিড স্ট্রিট এমএলএ হোস্টেলে বিধায়কদের সুপারিশক্রমে ৪১টি ঘর ভাড়া দেওয়া হয়।
advertisement
এইরকম একটি ঘর বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে-র নামে বুক করেছিল ওই তোলাবাজি কাণ্ডের অভিযুক্তরা। এ-প্রসঙ্গে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, হোস্টেল সুপারের রিপোর্ট তলব করা হয়েছে। পুলিশের কাছেও বিষয়টি জানতে চাওয়া হয়েছে। কেউ অসৎ উদ্দেশ্যে ঢুকে থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিজেপি বিধায়ক যে চিঠি দিয়েছেন তাতে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন তার সই জাল করে ঘরে থাকার রেকমেন্ডশন লেটার বানানো হয়ে থাকতে পারে। সেই বিষয়টিও পুলিশের তদন্ত করে বার করা উচিত বলে তিনি জানিয়েছেন।
advertisement
তিনি বিধানসভার অধ্যক্ষ, সচিবালয় ও হোস্টেল সুপারিন্টেন্ডেন্টকে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন এই ব্যক্তির সাথে তার কোনও ধরনের পরিচয় নেই। পুলিশ এই তিন ব্যক্তিকে বারবার ধরে জেরা করে তাদের সাথে কাদের কাদের যোগ রয়েছে তা জানার চেষ্টা করছে। কিন্তু বিধানসভার হস্টেলের মতো একটা হাই প্রোফাইল জায়গায় কী ভাবে এতজন একটা গাড়ি নিয়ে ঢুকলেন। একটা ঘরে বসে এই সব প্রতারণা চালিয়ে গেলেন তা যথেষ্ট আশ্চর্যজনক। এই অবস্থায় নিরাপত্তার ক্ষেত্রে যাতে কোনও ফাঁক ফোকর ভবিষ্যতে না থাকে তা নিশ্চিত করতে চাইছে বিধানসভা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 29, 2024 11:47 AM IST