অভিনেত্রীর গাড়িতে পিষে গেলেন কর্মরত শ্রমিক! ভয়াবহ দুর্ঘটনা মেট্রো রেল স্টেশনের কাছে
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Car Accident Death দুর্ঘটনায় অভিনেত্রী ও তাঁর চালকও আহত হয়েছেন। সূত্রের খবর, কোঠারে শুটিং শেষ করে বাড়ি ফেরার সময় ঘটনাটি ঘটে।
মুম্বই: কর্মরত শ্রমিকদের পিষে দিল অভিনেত্রীর গাড়ি। মর্মান্তিক দুর্ঘটনায় মুম্বইয়ে। মারাঠি অভিনেত্রী উর্মিলা কোথারের গাড়ি মুম্বাইয়ের কান্দিভালি এলাকায় দুই শ্রমিককে চাপা দেয়। একজন নিহত এবং অন্যজন গুরুতর আহত হয়। দুর্ঘটনায় অভিনেত্রী ও তাঁর চালকও আহত হয়েছেন।
সূত্রের খবর, কোথারে শুটিং শেষ করে বাড়ি ফেরার সময় ঘটনাটি ঘটে। দ্রুত গতিতে চলার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, যার পরে মেট্রো রেল প্রকল্পে কাজ করা শ্রমিকদের ধাক্কা মারে গাড়িটি।
advertisement
advertisement
Mumbai: Actress Urmila Kanetkar’s car hit two laborers in Kandivali, Mumbai. The incident occurred when the car, traveling at high speed, lost control and struck the workers, one of whom died on the spot, while the other was severely injured and hospitalized. Both the actress and… pic.twitter.com/1ZrwYNKuvf
— IANS (@ians_india) December 28, 2024
advertisement
একজন পুলিশ কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, “কোথারের গাড়িটি মধ্যরাতের কিছু পরেই পূর্ব কান্দিভালির পয়সার মেট্রো স্টেশনের নীচে মেট্রো রেলের কাজে নিয়োজিত দুই শ্রমিককে আঘাত করেছিল। এক শ্রমিক মারা গেলেও অপর একজন গুরুতর আহত হন। দুর্ঘটনায় অভিনেতা ও তার চালকও আহত হয়েছেন। কিন্তু সঠিক সময়ে এয়ারব্যাগ খুলে দেওয়ায় তাঁরা রক্ষা পেয়েছেন।”
advertisement
গাড়ির চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে বলেও জানান তিনি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Mumbai,Maharashtra
First Published :
December 29, 2024 9:40 AM IST