এই 'ফল' আর 'জল' কখনওই নিয়ে উঠতে পারবেন না প্লেনে! কেন বলুন তো? আসল কারণ ক'জন জানেন?

Last Updated:
বিমানে চড়া যেমন মজার অভিজ্ঞতা, তেমনই ঝুঁকির। তাই যাত্রীদের জন্য রয়েছে কিছু বিশেষ কড়াকড়ি। একটি ফল কোনও দিন নিয়ে উঠতে পারেন না প্লেনে। কী জানেন? নারকেল। নিরাপত্তার কারণেই এই ফল নিয়ে প্লেনে ওঠা যায় না। একইভাবে, পানীয় জলের বোতল নিয়েও ওঠা যায় না প্লেনে। কেন জানেন?
1/7
যতই তেষ্টা পাক, বাইরে থেকে জল নিয়ে উঠতে পারবেন না ফ্লাইটে। কেন জানেন? 
আসল কারণ বলতে পারবেন না ৯৯ শতাংশ যাত্রীও।
যতই তেষ্টা পাক, বাইরে থেকে জল নিয়ে উঠতে পারবেন না ফ্লাইটে। কেন জানেন? আসল কারণ বলতে পারবেন না ৯৯ শতাংশ যাত্রীও।
advertisement
2/7
কম সময়ে বেশি দূরত্ব অতিক্রম করার সুবিধা পাওয়ার জন্যই বিমানে সফর জনপ্রিয়। বহু যাত্রী প্রতিদিন ফ্লাইট চড়েন। তবে মেনে চলতে হয় কিছু নিয়ম।
কম সময়ে বেশি দূরত্ব অতিক্রম করার সুবিধা পাওয়ার জন্যই বিমানে সফর জনপ্রিয়। বহু যাত্রী প্রতিদিন ফ্লাইট চড়েন। তবে মেনে চলতে হয় কিছু নিয়ম।
advertisement
3/7
মাঝ আকাশে দুষ্কৃতীর হামলার ঘটনা যেমন ত্রাস হয়ে থাকে, তেমনই অসতর্কতায় বিমান দুর্ঘটনার কথাও ঘন ঘন নজরে আসে। এ ধরনের সমস্যা দূরে রাখতেই এত সতর্কতা মেনে চলা হয় বিমানে।
মাঝ আকাশে দুষ্কৃতীর হামলার ঘটনা যেমন ত্রাস হয়ে থাকে, তেমনই অসতর্কতায় বিমান দুর্ঘটনার কথাও ঘন ঘন নজরে আসে। এ ধরনের সমস্যা দূরে রাখতেই এত সতর্কতা মেনে চলা হয় বিমানে।
advertisement
4/7
বিমানে চড়া যেমন মজার অভিজ্ঞতা, তেমনই ঝুঁকির। তাই যাত্রীদের জন্য রয়েছে কিছু বিশেষ কড়াকড়ি। একটি ফল কোনও দিন নিয়ে উঠতে পারেন না প্লেনে। কী জানেন?
বিমানে চড়া যেমন মজার অভিজ্ঞতা, তেমনই ঝুঁকির। তাই যাত্রীদের জন্য রয়েছে কিছু বিশেষ কড়াকড়ি। একটি ফল কোনও দিন নিয়ে উঠতে পারেন না প্লেনে। কী জানেন?
advertisement
5/7
নারকেল। নিরাপত্তার কারণেই এই ফল নিয়ে প্লেনে ওঠা যায় না। 

একইভাবে, পানীয় জলের বোতল নিয়েও ওঠা যায় না প্লেনে। কেন জানেন?
নারকেল। নিরাপত্তার কারণেই এই ফল নিয়ে প্লেনে ওঠা যায় না। একইভাবে, পানীয় জলের বোতল নিয়েও ওঠা যায় না প্লেনে। কেন জানেন?
advertisement
6/7
কখনও ভেবে দেখেছেন, কেন এই নিষেধাজ্ঞা? কেন তরল নিয়ে ওঠা যায় না প্লেনে? 

আসলে, জলের বদলে যদি কোনও রাসায়নিক ভরা থাকে বোতলে তা স্ক্যানার ধরতে পারবে না। তাই এই নিয়ম।
কখনও ভেবে দেখেছেন, কেন এই নিষেধাজ্ঞা? কেন তরল নিয়ে ওঠা যায় না প্লেনে? আসলে, জলের বদলে যদি কোনও রাসায়নিক ভরা থাকে বোতলে তা স্ক্যানার ধরতে পারবে না। তাই এই নিয়ম।
advertisement
7/7
সেই কারণেই বাইরে থেকে কেনা জল এয়ারপোর্টে রেখে আসতে হবে। প্লেনের ভিতরে যাত্রীর আসনে বসে জল চাইলে পেয়ে যাবেন।
সেই কারণেই বাইরে থেকে কেনা জল এয়ারপোর্টে রেখে আসতে হবে। প্লেনের ভিতরে যাত্রীর আসনে বসে জল চাইলে পেয়ে যাবেন।
advertisement
advertisement
advertisement