ঘরের শত্রু বিভীষণ, বাংলাদেশিদের জন্য অবাধ নকল পাসপোর্ট! সেই মনোজকে গ্রেফতার করে শিউরে উঠল পুলিশও

Last Updated:

India-Bangladesh: দশ বছরের বেশি সময় ধরে ট‍্যুর ট্রাভেলের ব‍্যবসা সামনে রেখে আড়ালে চলেছে পাসপোর্ট জালিয়াতি। পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে এটি সপ্তম গ্রেফতার। জানা গিয়েছে, ভুয়ো নথি তৈরি ও তা দিয়ে পাসপোর্ট তৈরির কারবার করত মনোজ।

ঘরের শত্রু বিভীষণ, বাংলাদেশিদের জন্য অবাধ নকল পাসপোর্ট! সেই মনোজকে গ্রেফতার করে শিউরে উঠল পুলিশও
ঘরের শত্রু বিভীষণ, বাংলাদেশিদের জন্য অবাধ নকল পাসপোর্ট! সেই মনোজকে গ্রেফতার করে শিউরে উঠল পুলিশও
কলকাতা:  অবশেষে গ্রেফতার পাসপোর্ট জালিয়াতির অন্যতম মাথা মনোজ গুপ্ত। দশ বছরের বেশি সময় ধরে ট‍্যুর ট্রাভেলের ব‍্যবসা সামনে রেখে আড়ালে চলেছে পাসপোর্ট জালিয়াতি। পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে এটি সপ্তম গ্রেফতার। জানা গিয়েছে, ভুয়ো নথি তৈরি ও তা দিয়ে পাসপোর্ট তৈরির কারবার করত মনোজ। বিনিময়ে লক্ষাধিক টাকা নিত। সমরেশ ও চক্রের অন্যরা মনোজের হয়ে কাজ করত।
মোতিলাল গুপ্তা রোডের অফিসে বসেই হত পরিকল্পনা। সেখানেই যাতায়াত ছিল সমরেশ ও অন‍্যান‍্যদের। বাংলাদেশিদের পাসপোর্ট তৈরি করে দিয়ে নিজের ট্যুর ও ট্রাভেল এজেন্সির মাধ্যমে ভিসা বার করে বিদেশে পাঠানোর কাজও করত মনোজ।
advertisement
১০০-র বেশি বাংলাদেশি নাগরিককে নিজের এজেন্সির মাধ্যমে বিদেশে পাঠিয়েছে সে। যাদের মধ‍্যে বাংলাদেশি মহিলাও আছেন। যাদের সীমান্ত পার করিয়ে এখানে এনে রেখে, তাদের ভুয়ো নথি করে পাসপোর্ট বানিয়ে বিদেশে পাঠানো হয়েছে বলে জানা যায়।
advertisement
দীপঙ্কর দাস ছিল মনোজ গুপ্তার অফিসের কর্মী। দীপঙ্করকে দিয়ে ভুয়ো তৈরি করাত মনোজ। বছর খানেক আগে মনোজকে গ্রেফতার করেছিল নদিয়া জেলা পুলিশ। এর পর বেহালার সখের বাজারে ট্রাভেল এজেন্সির আড়ালে চলত পাসপোর্ট জালিয়াতির কারবার। গতকাল উত্তর ২৪ পরগনার গাইঘাটার চাঁদপাড়া স্টেশন রোড এলাকা থেকে জালিয়াতিকাণ্ডের অন্যতম মাথা মনোজ গুপ্তকে গ্রেফতার করে লালবাজারের গোয়েন্দা পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ঘরের শত্রু বিভীষণ, বাংলাদেশিদের জন্য অবাধ নকল পাসপোর্ট! সেই মনোজকে গ্রেফতার করে শিউরে উঠল পুলিশও
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement