ঘরের শত্রু বিভীষণ, বাংলাদেশিদের জন্য অবাধ নকল পাসপোর্ট! সেই মনোজকে গ্রেফতার করে শিউরে উঠল পুলিশও
- Reported by:Amit Sarkar
- news18 bangla
- Published by:Tias Banerjee
Last Updated:
India-Bangladesh: দশ বছরের বেশি সময় ধরে ট্যুর ট্রাভেলের ব্যবসা সামনে রেখে আড়ালে চলেছে পাসপোর্ট জালিয়াতি। পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে এটি সপ্তম গ্রেফতার। জানা গিয়েছে, ভুয়ো নথি তৈরি ও তা দিয়ে পাসপোর্ট তৈরির কারবার করত মনোজ।
কলকাতা: অবশেষে গ্রেফতার পাসপোর্ট জালিয়াতির অন্যতম মাথা মনোজ গুপ্ত। দশ বছরের বেশি সময় ধরে ট্যুর ট্রাভেলের ব্যবসা সামনে রেখে আড়ালে চলেছে পাসপোর্ট জালিয়াতি। পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে এটি সপ্তম গ্রেফতার। জানা গিয়েছে, ভুয়ো নথি তৈরি ও তা দিয়ে পাসপোর্ট তৈরির কারবার করত মনোজ। বিনিময়ে লক্ষাধিক টাকা নিত। সমরেশ ও চক্রের অন্যরা মনোজের হয়ে কাজ করত।
মোতিলাল গুপ্তা রোডের অফিসে বসেই হত পরিকল্পনা। সেখানেই যাতায়াত ছিল সমরেশ ও অন্যান্যদের। বাংলাদেশিদের পাসপোর্ট তৈরি করে দিয়ে নিজের ট্যুর ও ট্রাভেল এজেন্সির মাধ্যমে ভিসা বার করে বিদেশে পাঠানোর কাজও করত মনোজ।
advertisement
১০০-র বেশি বাংলাদেশি নাগরিককে নিজের এজেন্সির মাধ্যমে বিদেশে পাঠিয়েছে সে। যাদের মধ্যে বাংলাদেশি মহিলাও আছেন। যাদের সীমান্ত পার করিয়ে এখানে এনে রেখে, তাদের ভুয়ো নথি করে পাসপোর্ট বানিয়ে বিদেশে পাঠানো হয়েছে বলে জানা যায়।
advertisement
দীপঙ্কর দাস ছিল মনোজ গুপ্তার অফিসের কর্মী। দীপঙ্করকে দিয়ে ভুয়ো তৈরি করাত মনোজ। বছর খানেক আগে মনোজকে গ্রেফতার করেছিল নদিয়া জেলা পুলিশ। এর পর বেহালার সখের বাজারে ট্রাভেল এজেন্সির আড়ালে চলত পাসপোর্ট জালিয়াতির কারবার। গতকাল উত্তর ২৪ পরগনার গাইঘাটার চাঁদপাড়া স্টেশন রোড এলাকা থেকে জালিয়াতিকাণ্ডের অন্যতম মাথা মনোজ গুপ্তকে গ্রেফতার করে লালবাজারের গোয়েন্দা পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 29, 2024 10:11 AM IST







