#কলকাতা: পুজোর আগে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি হতে পারে হাওড়ায়। বিকেলের পর থেকে বৃষ্টি বাড়বে।
আরও পড়ুন: Breaking: লাইনচ্যুত মালদহ টাউন-নয়াদিল্লি নিউ ফরাক্কা এক্সপ্রেস, মৃত ৬, আহত একাধিক
৭০-২০০ মিমি পর্যন্ত বৃষ্টি হতে পারে। উপকূলের জেলায় বইবে ঝোড়ো হাওয়া। অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে তিতলি। কাল আছড়ে পড়তে পারে অন্ধ্র-ওড়িশা উপকূলে। ঝড়ের অভিমুখ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে ঘুরতে পারে। বৃহস্পতিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । মালদহ ও দুই দিনাজপুরেও বৃষ্টির সম্ভাবনা। দিঘায় পর্যটকদের সমুদ্র নামতে নিষেধ।
আরও পড়ুন: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘তিতলি’, পুজোর আগেই লণ্ডভণ্ড হতে পারে কলকাতা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Heavy Rainfall, Kolkata Weather Update, Weather Forecast