Breaking: লাইনচ্যুত মালদহ টাউন-নয়াদিল্লি নিউ ফরাক্কা এক্সপ্রেস, মৃত ৬, আহত একাধিক
Last Updated:
#রায়বেরেলি: উত্তরপ্রদেশের রায়বেরেলিতে লাইনচ্যুত মালদহ টাউন-নয়াদিল্লি নিউ ফরাক্কা এক্সপ্রেস। বেলাইন ট্রেনের ইঞ্জিন-সহ পাঁচ কামরা। মৃত ৬। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। ঘটনাস্থলে রেল ও এনডিআরএফ দল।
ট্রেন দুর্ঘটনায় মৃত ৬ যাত্রী ৷ মৃত দুই শিশু, মহিলা-সহ ৬ যাত্রী ৷ দুর্ঘটনায় আহত বেশ কয়েকজন যাত্রী ৷ স্থানীয় হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে ৷ সকাল ৬:০৫ নাগাদ দুর্ঘটনা ঘটে ৷ ঘটনাস্থলে রেলের উদ্ধারকারী দল ৷ উদ্ধারকাজ শুরু করে দিয়েছে এনডিআরএফ ৷ কামরায় কেউ আটকে আছেন কিনা দেখা হচ্ছে ৷ লাইনে যান্ত্রিক ত্রুটি থাকায় দুর্ঘটনা, প্রাথমিকভাবে এমনই অনুমান রেলের ৷
advertisement
advertisement
জরুরি হেল্পলাইন নং চালু করেছে রেল ৷ দীনদয়াল উপাধ্যায় স্টেশনে হেল্পলাইন চালু ৷ হেল্পলাইন নং- ০৫৪১২২৫৪১৪৫, হেল্পলাইন নং- ০২৭৭৩৬৭৭
Location :
First Published :
October 10, 2018 8:10 AM IST