Haridevpur Shoot Out Update: সম্পর্কের টানাপোড়েনে হরিদেবপুরে চলেছিল গুলি, ঘটনায় গ্রেফতার শ্যুটার, উদ্ধার খুনের চেষ্টায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র

Last Updated:

হরিদেবপুরকাণ্ডে গ্রেফতার শুটার। হরিদেবপুরে গুলির ঘটনায় ধৃত বেড়ে ২। গ্রেফতার শ্যুটার বাপ্পা দাস। গতকালই আটক করা হয়েছে মূল অভিযুক্ত বাবলু ঘোষকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহিলাকে লক্ষ করে গুলি চালায় বাপ্পা! বাপ্পার সঙ্গে যোগাযোগ করে বাবলু! টাকার বিনিময়ে শুটার বাপ্পার সঙ্গে রফা হয়! খুনের চেষ্টায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে কবরডাঙায় খালপাড় থেকে

Kolkata Haridevpur Crime
Kolkata Haridevpur Crime
কলকাতা:  সোমবার সাতসকালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কলকাতায়! সকাল-সকাল শ্যুটআউট! সকাল ৬.২০ নাগাদ হরিদেবপুরে মহিলাকে লক্ষ্য করে চলে গুলি। মহিলার পিঠে গুলি লাগে, তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। জানা যায়, ২ যুবক বাইক চালিয়ে আসে, গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হন বছর ৩৮-এর মৌসুমী হালদার।
হরিদেবপুরকাণ্ডে গ্রেফতার শুটার। হরিদেবপুরে গুলির ঘটনায় ধৃত বেড়ে ২। গ্রেফতার শ্যুটার বাপ্পা দাস। গতকালই আটক করা হয়েছে মূল অভিযুক্ত বাবলু ঘোষকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহিলাকে লক্ষ করে গুলি চালায় বাপ্পা! বাপ্পার সঙ্গে যোগাযোগ করে বাবলু! টাকার বিনিময়ে শুটার বাপ্পার সঙ্গে রফা হয়! খুনের চেষ্টায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে কবরডাঙায় খালপাড় থেকে।
advertisement
advertisement
পুলিশ সূত্রে খবর, হরিদেবপুর কালীপদ মুখার্জি রোডে, সকাল ৬.১৫ নাগাদ দুই যুবক মৌসুমী হালদারের পথ আটকায়, তাদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়, তার পরই একজন বন্দুক বার করে! বন্দুক দেখে পালাতে গেলে মৌসুমীর পিঠে গুলি লাগে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো শত্রুতার জেরেই গুলি চালানো হয়েছে। দুষ্কৃতীরা পলাতক। সাতসকালে এমন কাণ্ডের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। তদন্তে নামে পুলিশ। আহত মৌসুমি হালদার একটি ছোট দোকান চালান৷ ঘটনাস্থলের সামনেই বাড়ি স্থানীয় বাসিন্দা নন্দিতা গুহঠাকুরতার। তিনি বলেন, ” সকালে হঠাৎ টায়ার ফাটার মতো একটা বিকট শব্দ কানে আসে, তার পর আহত মহিলার আর্তনাদ শুনে বাইরে বেরিয়ে এসে দেখি মাটিতে একজন মহিলা পড়ে রয়েছেন।”
advertisement
জানা যায়, সম্পর্কে টানাপোড়েনেই হরিদেবপুরে গুলি চলে! অভিযুক্ত বাবলুর সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে মৌসুমীর বাড়িতে অশান্তি! বাবলুর সঙ্গে সম্পর্ক ভাঙার চেষ্টা করেন মৌসুমী আর তাতেই ঘটে বিপত্তি। সোমবার মৌসুমী মর্নিংওয়াকে বেরোলে হামলা চালায় অভিযুক্ত, পিছু ধাওয়া করে গুলি চালিয়ে পালায়।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Haridevpur Shoot Out Update: সম্পর্কের টানাপোড়েনে হরিদেবপুরে চলেছিল গুলি, ঘটনায় গ্রেফতার শ্যুটার, উদ্ধার খুনের চেষ্টায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৩ – ৯ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৩ – ৯ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • সাপ্তাহিক রাশিফল ৩ – ৯ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement