49th Kolkata International Book Fair: বইপ্রেমীদের অপেক্ষার অবসান, ২২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক বইমেলা
- Published by:Salmali Das
- Reported by:Priti Saha
Last Updated:
49th Kolkata International Book Fair: আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী এই সাংস্কৃতিক উৎসবের এবারের থিম দেশ আর্জেন্টিনা।
কলকাতাঃ আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী এই সাংস্কৃতিক উৎসবের এবারের থিম দেশ আর্জেন্টিনা। আয়োজক সংস্থা Publishers and Booksellers Guild আজ দ্য পার্ক হোটেলে এক সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেছে। গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে এবং সাধারণ সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় জানান, ১৯৭৬ সালে সূচনা হওয়া কলকাতা বইমেলা আজ বিশ্বের অন্যতম বৃহত্তম প্রকাশনা উৎসবে পরিণত হয়েছে।
আরও পড়ুনঃ ট্রলি ব্যাগে মৃতদেহ, কুমারটুলি ঘাটে ধরা পড়ে মা-মেয়ে! মধ্যমগ্রাম খুনে আদালতের রায় ঘোষণা
প্রতিবারের মতো এবারও বইমেলা অনুষ্ঠিত হবে সল্টলেক সেন্ট্রাল পার্ক (করুণাময়ী) প্রাঙ্গণে। আর্জেন্টিনা থেকে আসবেন খ্যাতনামা লেখক, সাহিত্যিক ও প্রকাশকরা। থাকবে দেশটির সাহিত্য, সংস্কৃতি ও শিল্পকলার নানা দিক তুলে ধরা বিশেষ প্যাভিলিয়ন। মেলায় আয়োজন করা হবে বই প্রকাশ, আলোচনা সভা, সাহিত্য-সাংস্কৃতিক অনুষ্ঠান, চলচ্চিত্র প্রদর্শনী এবং শিশু-কিশোরদের জন্য বিশেষ কর্মসূচি।
advertisement
advertisement
প্রতিবছরের মতো এবারও কলকাতা লিট ফেস্ট বইমেলারই অংশ হিসেবে অনুষ্ঠিত হবে, যেখানে দেশ-বিদেশের নামী লেখক ও চিন্তাবিদরা অংশ নেবেন। বইমেলার পরিবেশবান্ধব পরিকাঠামো, সহজ যাতায়াতব্যবস্থা এবং পাঠকদের নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে।
কলকাতাবাসীর অন্যতম প্রতীক্ষিত এই উৎসব চলবে টানা ১৩ দিন—২২ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। বই, সাহিত্য ও সংস্কৃতিপ্রেমীদের মিলনক্ষেত্র হিসেবে আন্তর্জাতিক কলকাতা বইমেলা আবারও হয়ে উঠবে বাঙালির শীতকালীন আনন্দের কেন্দ্রবিন্দু। ২৩ কোটি টাকার ব্যবসা হয়েছিল গতবছর। আর্জেন্টিনা এবারে প্রথম ফোকাল থিম কান্ট্রি। গত বছর ২৭ লাখ লোক এসেছিলেন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 03, 2025 8:28 PM IST

