Nabanna News: সোশ্যাল মিডিয়া ইউনিট এবার জেলায় জেলায়, সমাজ মাধ্যমে বিশেষ জোর দেওয়ার সিদ্ধান্ত নবান্নের
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Satabdi Adhikary
Last Updated:
নবান্ন সূত্রের খবর, আজ সোমবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জেলায় জেলায় সোশ্যাল মিডিয়া ইউনিট তৈরির জন্য ১০৮ টি শূন্যপদ পদ তৈরি হবে।
কলকাতা: সোমবার মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পড়ল সিলমোহর৷ কলকাতা পুলিশের সুবেদার পদকে সাব-ইনস্পেক্টর পদে রূপান্তরের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় জোর৷ সোমবার ১৫-১৬ জন মন্ত্রী নিয়ে নবান্নে মন্ত্রিসভার বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
নবান্ন সূত্রের খবর, এদিনের মন্ত্রিসভার বৈঠক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, সোশ্যাল মিডিয়ার প্রতি এবার থেকে বিশেষ জোর দেবে রাজ্য সরকার৷ জেলায় জেলায় খোলা হবে সোশ্যাল মিডিয়া ইউনিট৷
জানা গিয়েছে, রাজ্যের তথ্য সংস্কৃতি দফতরের অধীনে এই ইউনিট গুলি চালু হবে। মূলত, প্রত্যেকটি তথ্য সংস্কৃতি দফতরের জেলা সদর কার্যালয় এই ইউনিট তৈরি হবে।
advertisement
advertisement
নবান্ন সূত্রের খবর, আজ সোমবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জেলায় জেলায় সোশ্যাল মিডিয়া ইউনিট তৈরির জন্য ১০৮ টি শূন্যপদ পদ তৈরি হবে।
এছাড়া, মোট ১৫০ টি সুবেদার পদকে কলকাতা পুলিশের সশস্ত্র পুলিশের সশস্ত্র সাব-ইন্সপেক্টর পদে রূপান্তর করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে এদিন।
advertisement
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মন্ত্রীদের ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর-এর উপর নজরদারি নির্দেশ দিয়েছেন। নির্দেশ যেতেই জেলায় জেলায় মন্ত্রীরা নজরদারির প্রক্রিয়া শুরু করেছেন। তার জেরেই আজ ১৫ থেকে ১৬ জন মন্ত্রীদের নিয়েই নবান্নে মন্ত্রিসভার বৈঠক ছিল এদিন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
Nov 03, 2025 7:04 PM IST









