Haimanti Ganguly Mother's Reaction: 'ও ঠিক আসবে… দেরি হবে… কিন্তু আসবে!' নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানো হৈমন্তীর মায়ের গলায় 'অন্য' সুর!
- Published by:Sanjukta Sarkar
- Written by:Amit Sarkar
Last Updated:
Haimanti Ganguly Mother's Reaction: রবিবার মেয়ের স্বাস্থ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেন হৈমন্তীর মা। তিনি বলেন, 'ও নির্দোষ। তবে ওর খবর আমরা কিছু জানি না। ও অসুস্থ। শ্বাসকষ্ট আছে। কোথায় আছে, কেমন আছে জানি না।'
কলকাতা: নিয়োগ দুর্নীতিতে নাম মেয়ে হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের। কী বলছেন মা? হাওড়ার বাঁকাসোরের বাড়িতে অসুস্থ বাবা ও ছোট মেয়েকে নিয়ে সংসার মা বুলা গঙ্গোপাধ্যায়ের। মেয়েকে নিয়ে প্রশ্ন করাতে মেয়ের প্রতি শুক্রবারের মতো আর উষ্মা শোনা গেল না মায়ের গলায়। বরং মেয়েকে স্পষ্ট ক্লিনচিট দিলেন মা। তাঁর কথায়, "আমার মেয়ে অসৎ নয়। ও সামনে আসবে। সব বলবে। কিন্তু কবে আসবে সেটা আমি জানি না। ও আসবেই সামনে।"
একইসঙ্গে এদিন নিয়োগ দুর্নীতিতে নাম উঠে আসা মডেল অভিনেত্রী হৈমন্তীর মায়ের গলায় শোনা গেল অভিযোগের সুরও। বড় মেয়ে হৈমন্তীকে 'ফাঁসানো' হচ্ছে বলেও আশঙ্কা প্রকাশ করলেন তিনি। সিবিআই খুঁজছে তাঁর মেয়েকে। এই প্রসঙ্গে প্রথম শুক্রবার মুখ খোলেন হৈমন্তীর মা বুলা গঙ্গোপাধ্যায়। বেশ খানিকটা উষ্মা ছিল সেদিনের প্রতিক্রিয়ায়। সেদিন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের তিনি বলেন, "আমার মেয়ে মরে গিয়েছে।" গোপাল দলপতি ও হৈমন্তীর নাম না করে সেদিন তিনি বলেন "চুলোয় যাক ওরা।"
advertisement
advertisement
কিন্তু আকস্মিক প্রতিক্রিয়ায় হকচকিয়ে গেলেও রবিবার অনেকটাই পরিশীলিত শোনা গেল হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের মাকে। এদিন নিউজ 18 বাংলাকে বুলা গঙ্গোপাধ্যায় বলেন, "আমার এই সব ব্যাপারে জানার কোনও দরকার নেই। ওকে কেউ ফাঁসাচ্ছে এটাও হতে পারে। এখন কেউ আমার বারান্দায় যদি কোনও কাগজ দিয়ে যায় তাহলে কী বলবো আমি?"
advertisement
রবিবার মেয়ের স্বাস্থ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেন হৈমন্তীর মা। তিনি বলেন, "ও নির্দোষ। তবে ওর খবর আমরা কিছু জানি না। ও অসুস্থ। শ্বাসকষ্ট আছে। কোথায় আছে, কেমন আছে জানি না। আমার স্বামী বাড়িতে শুয়ে আছেন। এতে মজা লুটছে অন্য লোকেরা। সে (হৈমন্তী) সময়মতো আসবে। দেখা করবে… কথা বলবে…।
advertisement
গোপাল দলপতি ও মেয়ে হৈমন্তীর সম্পর্কে এদিন হৈমন্তীর মা আরও বলেন, "কেউ যদি কোনও ভাল কাজ করে, খারাপ কাজও করে। নিজে যখন বিয়ে করেছে সেটা সেই বুঝবে। তবে আমার বড় মেয়ে আগে চাকরি করত। ব্যবসাও করত। পার্লারের ব্যবসা করেছে। সিরিয়ালে অভিনয় করেছে। নিজেই নিজের পেট চালাত সে। ওর বরের সঙ্গে ওর কোনও সম্পর্ক নেই। গোপালের সঙ্গে ওর কী ভাবে আলাপ জানি না। ডিভোর্স কেন জানি না। তবে ওর আদপ কায়দা ভালো লাগেনি বলেই হয়ত সরে গিয়ে থাকতে পারে।"
advertisement
মেয়ের সঙ্গে কি এর মধ্যে যোগাযোগ হয়েছে? উত্তরে বুলা গঙ্গোপাধ্যায় বলেন, "আমার সঙ্গে ও যোগাযোগ করেনি। আমি কেন যোগাযোগ করার চেষ্টা করব?" তবে মেয়ের সম্পর্কে একটা কথাই বলব, হৈমন্তী সৎ। ও খারাপ কাজ করতে পারে না। তবে আমি এই বিষয়ে কোনও ঝামেলাতে জড়াতে চাইছি না। ও কোথায় যাবে আমি কী করে জানব? নিয়োগ দুর্নীতির সাথে যুক্ত কি না কী ভাবে বলব? আমার মেয়ে যদি অভিযুক্ত হন, আমি কিছু বলতে চাই না। তবে মিডিয়ার সামনে ও ঠিক আসবে… দেরি হবে… কিন্তু আসবে।
advertisement
প্রসঙ্গত, হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের কথায় প্রথম উঠে এসেছিল হৈমন্তীর নাম। নিয়োগ দুর্নীতিতে গোপাল দলপতির দ্বিতীয় স্ত্রীর যোগ রয়েছে বলে দাবি করেছিলেন কুন্তল। এরপরেই এই ‘রহস্যময়ী’-কে কেন্দ্র করে রীতিমতো তোলপাড় হয়েছে গোটা রাজ্য। মধ্যবিত্ত বাড়ির এই মেয়ের হাতে দেদার অর্থ কোথা থেকে এল? দামি গাড়ি, ফাইভস্টার বিলাস, কোথা থেকে এত টাকা আসত? উঠছে সেই প্রশ্নও।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 26, 2023 3:10 PM IST