Kolkata News: ছেলে না মেয়ে? ভ্রূণের লিঙ্গ নির্ধারণ খাস কলকাতায়! বেহালায় বড় পদক্ষেপ রাজ্য স্বাস্থ্য দফতরের!
- Published by:Sanjukta Sarkar
- Written by:Onkar Sarkar
Last Updated:
Kolkata News: খাস কলকাতাতে শিশুপুত্রের থেকে কন্যা সন্তানের জন্মের হার কমছে বেশ কিছু সময় ধরেই। এই পরিসংখ্যান দেখে সন্দেহ দানা বাঁধে রাজ্য স্বাস্থ্য দফতরের আধিকারিকদের।
কলকাতা: খাস কলকাতাতে শিশুপুত্রের থেকে কন্যা সন্তানের জন্মের হার কমছে বেশ কিছু সময় ধরেই। এই পরিসংখ্যান দেখে সন্দেহ দানা বাঁধে রাজ্য স্বাস্থ্য দফতরের আধিকারিকদের। শহর কলকাতাতেই লুকিয়ে চুরিয়ে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ, কন্যা ভ্রূণের হত্যা হচ্ছে বলে সন্ধেহ করেছিল রাজ্য স্বাস্থ্য দফতরের আধিকারিকদের একাংশ। সন্দেহের থেকেই শুরু হয় তল্লাশি অভিযান। সম্প্রতি এই অভিযান থেকেই বেহালার এক রোগ নির্ণয় কেন্দ্রের হদিশ পায় স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। বেহালা ব্লাইন্ড স্কুল এর কাছে এই রোগ নির্ণয় কেন্দ্রেই মিলে লাইসেন্স ছাড়া ইউ এস জি মেশিন। এই রোগ নির্ণয় কেন্দ্রের আধিকারিকদের জিজ্ঞাসাবাদের পর সন্তুষ্ট না হওয়ায় ওই স্বাস্থ্য দফতরের আধিকারিকরা বন্ধ করে দিয়ে লাইসেন্স বতিলের সিদ্ধান্ত নেন।
রাজ্য স্বাস্থ্য দফতরের সূত্রের খবর অনুযায়ী, বেহালার বনমালী ঘোষাল লেনের ওই রোগ নির্ণয় কেন্দ্রে দুটি ইউ এস জি মেশিন ছিল। সরকারি লাইসেন্সপ্রাপ্ত মেশিনটি বন্ধ থাকলেও, অদ্ভুত ভাবে চালু ছিল লাইসেন্স বিহীন অপর একটি ইউএসজি মেশিন।
advertisement
advertisement
সংশ্লিষ্ট ওই রোগ নির্ণয় কেন্দ্রে ভ্রূণের লিঙ্গ নির্ধারণের সতর্ক বার্তা যা লিখে রাখা সরকারি নির্দেশনামায় রয়েছে তা ছিল না। এখানেই শেষ নয়, লাইসেন্সবিহীন ওই ইউ এস জি মেশিন প্রস্তুতকারক সংস্থার দাবি ওই ইউ এস জি মেশিন তারা ওই সেন্টারে ইনস্টল করেননি। তাছাড়া অন্তঃসত্ত্বা মহিলাদের কোনও রেকর্ডই ছিল না ওই মেশিনে। এত বেনিয়ম দেখার পরে কলকাতা জেলার নোডাল অফিসার এবং রাজ্য স্বাস্থ্য দফতরের আধিকারিকরা ওই ইউ এস জি সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নেন।
advertisement
কেন্দ্র সরকার যখন বেটি বাঁচাও বেটি পড়াও-এর কথা বলছে একই সঙ্গে রাজ্য সরকার কন্যাশ্রীর মতো প্রকল্প চালাচ্ছে, ঠিক সেই সময় এই ধরনের অনৈতিক কাজ কী করে চলতে পারে তা নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্যবাসী। আগামী দিনে আরও কঠোর হাতে এ ধরনের অনৈতিক কাজ বন্ধের কথা জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতরের এক আধিকারিক।
advertisement
ওঙ্কার সরকার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 26, 2023 9:51 AM IST