Haimanti Ganguly || Primary TET Scam: মধ্যবিত্ত পরিবার থেকে 'পর্দা'! নিয়োগ দুর্নীতিতে নাম! রাতের অন্ধকারে... অভিনেত্রী হৈমন্তীকে ঘিরে রহস্যের ঘনঘটা
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Haimanti Ganguly || Haimanti Ganguly || Primary TET Scam: রাজ্যের নিয়োগ কেলেঙ্কারিতে উঠে এসেছে নয়া নাম হৈমন্তী গঙ্গোপাধ্য়ায়। যে নামের পরতে পরতে রহস্য।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
রহস্যের আরও নমুনা মেলে প্রতিবেশীদের সঙ্গে কথা বলে। জানা যায় রাতের অন্ধকারে নামি দামি কোম্পানির গাড়ি থেকে হৈমন্তী নামতেন। বাড়ি ঢুকতেন এবং বেরিয়েও যেতেন রাতের অন্ধকারে। লোকজনের আড়ালে বাড়িতে ঢুকতেন গোপাল দলপতি। রাতের অন্ধকারে দামি গাড়ি এসে থামত বাড়ির সামনে। আশপাশ ফাঁকা হলে সেই গাড়ি থেকেই সকলের নজরের আড়ালে বাড়িতে ঢুকতেন গোপাল দলপতি। প্রতিবেদন : অমিত সরকার
advertisement
প্রাক্তন রেলকর্মী ছিলেন হৈমন্তীর বাবা। এলাকায় যথেষ্ট জনপ্রিয় ও মিশুকে বলেই পরিচিত ছিলেন তিনি। যদিও হৈমন্তী সম্পর্কে খুব একটা ভাল কথা শোনা গেল না পাড়ায়। অনেকেই বলছেন বাবা মিশুকে স্বভাবের হলেও মেয়ে ইদানীং অহমবোধ দেখাতেন। তাই এলাকার কেউই সে ভাবে তাঁর সঙ্গে কথাবার্তা বলতেন না। তবে অসুস্থ বাবাকে দেখতে দিন বারো আগেই যে বাড়ি এসেছিলেন হৈমন্তী সে কথা স্বীকার করেছেন অনেকেই। প্রতিবেদন : অমিত সরকার