সৌজন্যের রাজনীতি ফিরহাদের, মীনাদেবীকে দেখতে গিয়ে করলেন বড় ঘোষণা
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Firhad Hakim: মঙ্গলবার চোট পাওয়ার পর মাথায় গেরুয়া কাপড় চেপে রেখে যন্ত্রণায় কাতরাতে দেখা গিয়েছিল মীনাদেবীকে।
#কলকাতা: বিজেপির নবান্ন অভিযান কতটা সফল বা ব্যর্থ, তা নিয়ে আলোচনা চলছেই। তবে, বর্তমানে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা চলছে, তা হল বিজেপি কাউন্সিলর মীনাদেবী পুরোহিতের মাথা ফাটার ঘটনা। মঙ্গলবার বড়বাজার থেকে যখন একটি মিছিল এগোচ্ছিল নবান্নের দিকে, সেখানে বাধা দেয় পুলিশ। কিন্তু বাধা অগ্রাহ্য করে মিছিল এগোতে গেলেই শুরু হয় খণ্ডযুদ্ধ। আর তাতে মাথা ফাটে কলকাতা পুরসভার ৪ নম্বর বরোর অন্তর্গত ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মীনাদেবী পুরোহিতের। এরপরই তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আজ সেখানে তাঁকে দেখতে যান রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সেখানে মীনাদেবীর স্বাস্থ্যের খোঁজখবর নেন তিনি। জানান, চাইলে পুরসভা থেকে অন্য ভাল হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা করানো হবে মীনাদেবী পুরোহিতের। বর্তমানে বটতলা স্ট্রিটের হাসপাতালে ভর্তি বিজেপি কাউন্সিলর।
ফিরহাদ বলেন, ''কী ঘটনা ঘটেছে, সেটা নিয়ে তর্কে যাব না। মীনাদেবী পুরোহিতের মাথায় চোট আছে। এখন সিটি স্ক্যান হবে। মুখ্যমন্ত্রীকে জানিয়েছি এ বিষয়ে, উনিও সুস্থতা কামনা করেছেন। মীনাদেবী পুরোহিতের চিকিৎসার সমস্ত খরচ কলকাতা পুরসভা বহন করবে।''
advertisement
advertisement
মঙ্গলবার চোট পাওয়ার পর মাথায় গেরুয়া কাপড় চেপে রেখে যন্ত্রণায় কাতরাতে দেখা গিয়েছিল মীনাদেবীকে। তাঁকে উদ্ধার করতে এগিয়ে আসেন দলীয় কর্মীরা। পরে কাউন্সিলরকে একটি গাড়িতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কী ভাবে তিনি আহত হয়েছেন, তা এখনও পরিষ্কার নয়। তবে এই ঘটনায় পুলিশের দিকে আঙুল তুলেছে গেরুয়া শিবির। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা জানিয়েছেন এই ব্যাপারটিতে তারা নজর রাখছেন।
advertisement
Smt. Meena Devi Purohit, Senior @BJP4Bengal leader and former deputy Mayor, @kmc_kolkata, brutally injured in police atrocities during #CholoNobanno.@sharmarekha @NCWIndia must take strict cognizance and sack @KolkataPolice officials. pic.twitter.com/TVqYFgaw1F
— আশুতোষ ঝা 🇮🇳 (@imSaffronAshu) September 13, 2022
advertisement
মঙ্গলবার কলেজ স্ট্রিট থেকে বিজেপির একটি মিছিল এগোচ্ছিল নবান্নের উদ্দেশে। সেই মিছিলের নেতৃত্বে ছিলেন দিলীপ ঘোষ। ওই মিছিলেও অশান্তি হয়। কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। লাঠিচার্জ হয়। কয়েকটি দোকানে বিজেপি কর্মীরা ঢুকে পড়েছেন, এই অভিযোগে পুলিশ বেশ কয়েকটি দোকান বন্ধ করে দেয়। ওই সময়ই আহত হন মীনাদেবী।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 14, 2022 3:03 PM IST