সৌজন্যের রাজনীতি ফিরহাদের, মীনাদেবীকে দেখতে গিয়ে করলেন বড় ঘোষণা

Last Updated:

Firhad Hakim: মঙ্গলবার চোট পাওয়ার পর মাথায় গেরুয়া কাপড় চেপে রেখে যন্ত্রণায় কাতরাতে দেখা গিয়েছিল মীনাদেবীকে।

মীনাদেবীকে দেখতে গেলেন ফিরহাদ
মীনাদেবীকে দেখতে গেলেন ফিরহাদ
#কলকাতা: বিজেপির নবান্ন অভিযান কতটা সফল বা ব্যর্থ, তা নিয়ে আলোচনা চলছেই। তবে, বর্তমানে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা চলছে, তা হল বিজেপি কাউন্সিলর মীনাদেবী পুরোহিতের মাথা ফাটার ঘটনা। মঙ্গলবার বড়বাজার থেকে যখন একটি মিছিল এগোচ্ছিল নবান্নের দিকে, সেখানে বাধা দেয় পুলিশ। কিন্তু বাধা অগ্রাহ্য করে মিছিল এগোতে গেলেই শুরু হয় খণ্ডযুদ্ধ। আর তাতে মাথা ফাটে কলকাতা পুরসভার ৪ নম্বর বরোর অন্তর্গত ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মীনাদেবী পুরোহিতের। এরপরই তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আজ সেখানে তাঁকে দেখতে যান রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সেখানে মীনাদেবীর স্বাস্থ্যের খোঁজখবর নেন তিনি। জানান, চাইলে পুরসভা থেকে অন্য ভাল হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা করানো হবে মীনাদেবী পুরোহিতের। বর্তমানে বটতলা স্ট্রিটের হাসপাতালে ভর্তি বিজেপি কাউন্সিলর।
ফিরহাদ বলেন, ''কী ঘটনা ঘটেছে, সেটা নিয়ে তর্কে যাব না। মীনাদেবী পুরোহিতের মাথায় চোট আছে। এখন সিটি স্ক্যান হবে। মুখ্যমন্ত্রীকে জানিয়েছি এ বিষয়ে, উনিও সুস্থতা কামনা করেছেন। মীনাদেবী পুরোহিতের চিকিৎসার সমস্ত খরচ কলকাতা পুরসভা বহন করবে।''
advertisement
advertisement
মঙ্গলবার চোট পাওয়ার পর মাথায় গেরুয়া কাপড় চেপে রেখে যন্ত্রণায় কাতরাতে দেখা গিয়েছিল মীনাদেবীকে। তাঁকে উদ্ধার করতে এগিয়ে আসেন দলীয় কর্মীরা। পরে কাউন্সিলরকে একটি গাড়িতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কী ভাবে তিনি আহত হয়েছেন, তা এখনও পরিষ্কার নয়। তবে এই ঘটনায় পুলিশের দিকে আঙুল তুলেছে গেরুয়া শিবির। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা জানিয়েছেন এই ব্যাপারটিতে তারা নজর রাখছেন।
advertisement
advertisement
মঙ্গলবার কলেজ স্ট্রিট থেকে বিজেপির একটি মিছিল এগোচ্ছিল নবান্নের উদ্দেশে। সেই মিছিলের নেতৃত্বে ছিলেন দিলীপ ঘোষ। ওই মিছিলেও অশান্তি হয়। কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। লাঠিচার্জ হয়। কয়েকটি দোকানে বিজেপি কর্মীরা ঢুকে পড়েছেন, এই অভিযোগে পুলিশ বেশ কয়েকটি দোকান বন্ধ করে দেয়। ওই সময়ই আহত হন মীনাদেবী।
বাংলা খবর/ খবর/কলকাতা/
সৌজন্যের রাজনীতি ফিরহাদের, মীনাদেবীকে দেখতে গিয়ে করলেন বড় ঘোষণা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement