মাস্টারস্ট্রোক দিল তৃণমূল, দলের সঙ্গে মিশে যাচ্ছে টিডিএফ! বড় সাফল্য

Last Updated:

Tripura Tmc: রাজনৈতিক ভাবে লাভবান হবে ঘাসফুল শিবির। এমনই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

#আগরতলা: ত্রিপুরায় ২০২৩ বিধানসভা নির্বাচনের আগে ঘুরে দাড়াতে মরিয়া তৃণমূল কংগ্রেস। বুধবার তৃণমূল কংগ্রেসে কার্যত মিশে যেতে চলেছে ত্রিপুরা ডেমোক্রেটিক ফ্রন্ট। আজ তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন টিডিএফ নেতা পূজন বিশ্বাস। রাজ্যের বর্ষীয়ান নেতা পীযুষ বিশ্বাস এবং তার ছেলে পূজন বিশ্বাসের পাহাড়ে সংগঠন মজবুত।
এর ফলে রাজনৈতিক ভাবে লাভবান হবে ঘাসফুল শিবির। এমনই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। সূত্রের খবর, প্রদ্যুত কিশোর মানিক্যর দল তীপ্রামথার সঙ্গে একাধিক বৈঠকের পর তৃণমূলে মিশে যাওয়ার সিদ্ধান্ত নেয় টিডিএফ নেতৃত্ব। তবে কি আগামী বিধানসভা নির্বাচনে জোটের পথে হাঁটবে তৃণমূল এবং তীপ্রামথা? জল্পনা তুঙ্গে। প্রসঙ্গত কংগ্রেস ভেঙে তৈরি হয় টিডিএফ।
advertisement
advertisement
প্রসঙ্গত, ২০২১ বিধানসভা নির্বাচনে তৃতীয়বারে জন্য পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর ত্রিপুরা জয়ের স্বপ্ন দেখেছিল তৃণমূল। রাতারাতি অন্যান্য বিরোধী দল থেকে বেশ কিছু নেতা-কর্মীকে তৃণমূলে যোগ দিতেও দেখা গিয়েছিল। কিন্তু স্থানীয় পুর নির্বাচনে আশানুরূপ সাফল্য পায়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এমনকী পুর নির্বাচনে জয়ী একমাত্র তৃণমূল কাউন্সিলরও যোগ দিয়েছেন বিজেপিতে। সুবল ভৌমিককে রাজ্য সভাপতি করে যাবতীয় রাজনৈতিক ঘুঁটি সাজাচ্ছিল বাংলার শাসক দল। সেই সুবলকেও রাজ্য সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মাস্টারস্ট্রোক দিল তৃণমূল, দলের সঙ্গে মিশে যাচ্ছে টিডিএফ! বড় সাফল্য
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement