2016 Teacher Protest: ‘এটা নাটক হচ্ছে,’ বিকাশ ভবনের আন্দোলনকে তুমুল কটাক্ষ! ফিরহাদ বললেন, ‘যারা টিভিতে মুখ..’

Last Updated:

এদিন ফিরহাদ বলেন, ‘‘ইনডোরে মিটিং হয়েছিল। মুখ্যমন্ত্রী বলেছিলেন আপনাদের হয়ে যা ব্যবস্থা করার আমি করব। সেই বিশ্বাসটা রাখলেই হয়ে যেত। এত গন্ডগোলের দরকার ছিল না। বেশিরভাগ মানুষই চলে গেছে। যারা টিভিতে মুখ দেখাতে চায় তারাই ওখানে বসে আছে।’’

News18
News18
কলকাতা: চাকরি ফিরে পাওয়ার দাবিতে বিকাশ ভবনের সামনে অবস্থানে বসেছেন ২০১৬ সালের এসএসসি-র চাকরি পাওয়ার শিক্ষক-শিক্ষিকারা৷ গত শুক্রবার আন্দোলন রত শিক্ষকশিক্ষিকাদের উপরে লাঠিচার্জ করে পুলিশ৷ বেশ কয়েকজন শিক্ষকশিক্ষিকার তাতে রক্ত ঝরে বলে অভিযোগ, আহত-রক্তাক্ত হন অনেকে৷ শনিবার সেই ঘটনা প্রসঙ্গেই নিজের প্রতিক্রিয়া জানান রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম৷ তাঁর বক্তব্য, বিকাশ ভবনে যে আন্দোলন হচ্ছে, তা নাটক হচ্ছে বলেই এদিন দাবি করেন ফিরহাদ হাকিম।
এদিন ফিরহাদ বলেন, ‘‘ইনডোরে মিটিং হয়েছিল। মুখ্যমন্ত্রী বলেছিলেন আপনাদের হয়ে যা ব্যবস্থা করার আমি করব। সেই বিশ্বাসটা রাখলেই হয়ে যেত। এত গন্ডগোলের দরকার ছিল না। বেশিরভাগ মানুষই চলে গেছে। যারা টিভিতে মুখ দেখাতে চায় তারাই ওখানে বসে আছে।’’
advertisement
advertisement
মন্ত্রী ফিরহাদের দাবি, সেই সময়কার যারা যোগ্য তাঁরা অনেকেই চলে গেছেন। যাঁরা বিপদে ফেলে দিয়েছিলেন তাঁরাই আবার প্ররোচনা দিয়ে বিপদে ফেলছেন। তিনি বলেন, ‘‘যখন সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন যাবে, তখন যদি কেউ বলে শিক্ষকরা আন্দোলন করছে তখন তো তাদের বিপদ আরও বেশি হবে। এই ভাবে মানুষের উপর অত্যাচার, এটা আন্দোলন হতে পারে না।’’
advertisement
ফিরহাদের পরামর্শ, ‘‘যদি দুর্নীতির কারণে হয় সেটা সুপ্রিম কোর্টের আছে। সুপ্রিম কোর্টের যে বিচার দিয়েছে সেটা বদলাতে পারে সুপ্রিম কোর্টই। বিকাশ ভবনে আন্দোলন করে তা বদলানো যায় না। এটা নাটক হচ্ছে। আমরা সহানুভূতির সঙ্গে দেখছি। যারা প্ররোচিত করেছে তাদের পা দিয়ে আবার নাটক করছে। এটা আন্দোলন হচ্ছে? প্ররোচনা দিয়ে যারা আন্দোলন করছে তারাই করছে।’’
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
2016 Teacher Protest: ‘এটা নাটক হচ্ছে,’ বিকাশ ভবনের আন্দোলনকে তুমুল কটাক্ষ! ফিরহাদ বললেন, ‘যারা টিভিতে মুখ..’
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement