#কলকাতা: 'টক টু মেয়রের' পর এবার শুরু হচ্ছে 'শো ইওর মেয়র' (Show Your Mayor)৷ মেয়র হিসেবে দ্বিতীয় বার শপথ নিয়ে এই ঘোষণাই করলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)৷ নতুন এই ব্যবস্থায় পুর পরিষেবা সংক্রান্ত কোনও সমস্যার ছবি তুলে সরাসরি কলকাতার মহানাগরিককে হোয়াটসঅ্যাপ করতে পারবেন শহরবাসী৷ সমস্যা সমাধানের পর তার ছবি তুলে অভিযোগকারীকে পাঠিয়ে দেওয়া হবে পুরসভার তরফে৷
মেয়র হিসেবে প্রথম বার দায়িত্ব নিয়ে প্রতি শনিবার 'টক টু মেয়র' নামক পরিষেবা শুরু করেছিলেন ফিরহাদ হাকিম৷ যেখানে সরাসরি ফোন করে মেয়রের কাছে অভিযোগ জানাতে পারতেন শহরবাসী৷ সেই আদলেই শুরু হচ্ছে 'শো ইওর মেয়র' পরিষেবা৷
আর ও পড়ুন: দ্বিতীয় বার মেয়র হিসেবে শপথ নিলেন ফিরহাদ হাকিম, দেখুন ভিডিও
ফিরহাদ হাকিম জানিয়েছেন, 'আমার ঘরের বাইরের স্ক্রিনেই আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে৷ রাস্তা খারাপ, জঞ্জাল অপসারণের মতো যে কোনও সমস্যার ছবি তুলে যে কেউ আমাকে পাঠাতে পারবেন৷ আমি সেই ছবি সংশ্লিষ্ট অফিসারকে পাঠিয়ে দেব৷ সমস্যা সমাধান হলে তার ছবি তুলেও অভিযোগকারীকে পাঠিয়ে দেওয়া হবে৷ যাতে তিনি বুঝতে পারেন, কী ছিল আর কী হল৷'
ফিরহাদ হাকিম আরও জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই অ্যাপ নির্ভর এবং অনলাইন নির্ভর পরিষেবার দিকে ঝুঁকবে কলকাতা পুরসভা৷ বিল্ডিং প্ল্যানের অনুমোদন, নতুন জলের সংযোগ, মিউটেশন, জন্ম মৃত্যুর শংসাপত্রের মতো প্রয়োজনীয় সব পরিষেবাই পুরসভার অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে বলে জানিয়েছেন ফিরহাদ৷
আর ও পড়ুন: 'কলকাতাকে বিশ্ব সেরা শহর করাই লক্ষ্য', মেয়র হিসেবে দ্বিতীয় বার শপথ নিলেন ফিরহাদ
পাশাপাশি দুর্নীতি আটকাতে পার্কিং ব্যবস্থাকেও পুরোপুরি অ্যাপের আওতায় নিয়ে আসা হবে৷ এ ছাড়াও তৃণমূলের নির্বাচনী ইস্তেহারের প্রতিশ্রুতি অনুযায়ী কলকাতার জমা জলের সমস্যা সমাধান, বায়ু দূষণ কমানোর উপরে জোর দেওয়া হবে জানিয়েছেন ফিরহাদ৷
পাশাপাশি দৃশ্য দূষণ কমাতেও বিশেষজ্ঞদের মতামত নেওয়া হবে বলে জানিয়েছেন ফিরহাদ৷ তিনি জানিয়েছেন, দৃশ্য দূষণ কমাতে কোন রাস্তায় ক'টি বিজ্ঞাপনের হোর্ডিং লাগানো যায়, তা সমীক্ষা করে দেখবেন বিশেষজ্ঞরা৷ দৃশ্য দূষণ কমাতে কলকাতার রাস্তা থেকে তারের জট সরিয়ে তা ভুগর্ভস্থ করা হবে বলেও জানিয়েছেন ফিরহাদ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Firhad Hakim