Panchayat Election 2023: কোন জেলায় কত বাহিনী? কোন কোন এলাকা স্পর্শকাতর? উচ্চ পর্যায়ের বৈঠকে কী সিদ্ধান্ত কমিশনের

Last Updated:

West Bengal Panchayat Election 2023: রাজ্য নির্বাচন কমিশনের হাতে যে রিপোর্ট রয়েছে তাতে দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগণা, কোচবিহার, জলপাইগুড়িতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ক্ষেত্রে বিশেষ সতর্ক রাজ্য নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন
কলকাতাঃ রাজ্যের কোন কোন জেলায় কেন্দ্রীয় বাহিনী বেশি মোতায়েন হবে, তা নিয়ে এডিজি আইন শৃঙ্খলা ও স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করলেন রাজ্য নির্বাচন কমিশনার। স্বরাষ্ট্র সচিব, এডিজি আইনশৃঙ্খলার সঙ্গে প্রায় এক ঘণ্টা ধরে চলে বৈঠক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কত সংখ্যক বাহিনী পাঠাতে পারবে, তার উপরেই নির্ভর করছে বাহিনী মোতায়েন।
২০২১ বিধানসভা নির্বাচনে কোন কোন এলাকা সবচেয়ে বেশি অশান্ত হয়ে উঠেছিল, তার রিপোর্ট নিয়ে আজ আলোচনা হয়েছে বলেই কমিশন সূত্রে খবর। আপাতত রাজ্য নির্বাচন কমিশনের হাতে যে রিপোর্ট রয়েছে তাতে দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগণা, কোচবিহার, জলপাইগুড়িতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ক্ষেত্রে বিশেষ সতর্ক রাজ্য নির্বাচন কমিশন।
আরও পড়ুনঃ বউয়ের সঙ্গে দেখা করতে এসেছিল, পুলিশের জালে ভাদু শেখ খুনে অভিযুক্ত নিউটন শেখ
কমিশন সূত্রে খবর, এই জেলাগুলিতেই সবচেয়ে বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হতে পারে। মূলত স্বরাষ্ট্র সচিব, এডিজি আইন শৃঙ্খলা সঙ্গে বৈঠকেই এ দিন মূলত কোন জেলায় বেশি কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন, কোন জেলায় কম সংখ্যক কেন্দ্রীয় বাহিনীতেই নিয়ন্ত্রণ সম্ভব, তা নিয়েই মূলত আলোচনা হয়।
advertisement
advertisement
এ দিকে, বৃহস্পতিবার জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন নির্বাচন কমিশনার। ‘কিছু কিছু জেলায় কেন্দ্রীয় বাহিনী ঢুকতে শুরু করেছে’, জেলাশাসকদের বৈঠকে এ কথা বলেন কমিশনার। কমিশনার বলেন, “আমরা কেন্দ্রীয় বাহিনীর জন্য হাইকোর্টের নির্দেশ মোতাবেক রিকুইজিশন দিয়েছি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে। কোন জেলায় কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়ন হবে ঠিক সময় জানিয়ে দেব। ব্যালট পেপার ছাপার কাজের সময়ও সতর্ক থাকতে হবে। ব্যালট পেপার ছাপা কেন্দ্র করেও যাতে কোনওরকম বিতর্ক তৈরি না হয়, তা নজর রাখতে হবে।”
advertisement
আরও পড়ুনঃ দক্ষিণ ভারত থেকে ট্রেনে চেপে সোজা দিঘা! রথ যাত্রার আবহে বিরাট সুখবর দিল রেল
এ দিন প্রায় ২৫ মিনিট বৈঠক নির্বাচন কমিশনার বৈঠক করেন জেলাশাসকদের সঙ্গে। কোন জেলায় স্পর্শকাতর অঞ্চল কোনগুলি, স্পর্শকাতর বুথে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন নিয়ে আলোচনা হয়।  কমিশনার বলেন, “আমরা বাহিনী মোতায়েন করব, তা পুলিশের সঙ্গে কথা বলে আমরা খুব শীঘ্রই সিদ্ধান্ত নিয়ে আপনাদের জানিয়ে দেব। আগামিকালের মধ্যেই আপনাদের পুরো বিষয় জানিয়ে দেওয়া হবে।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায় 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Panchayat Election 2023: কোন জেলায় কত বাহিনী? কোন কোন এলাকা স্পর্শকাতর? উচ্চ পর্যায়ের বৈঠকে কী সিদ্ধান্ত কমিশনের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement