Digha Train: দক্ষিণ ভারত থেকে ট্রেনে চেপে সোজা দিঘা! রথ যাত্রার আবহে বিরাট সুখবর দিল রেল
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:SAIKAT SHEE
Last Updated:
Digha Train: দিঘা তথা জেলার বাসিন্দা অথবা ব্যবসায়ীদের আর দক্ষিণ ভারত যাওয়ার ট্রেনের জন্য জায়গা যাওয়ার জন্য হাওড়া বা খড়গপুরের উপর নির্ভরশীল হতে হবে না।
দিঘা: দিঘা পশ্চিমবঙ্গের অন্যতম একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। শুধু পর্যটন কেন্দ্র নয়, দিঘা পূর্ব ভারতের সবচেয়ে বড় মৎস্য বানিজ্য কেন্দ্রও। যে কারণে রাজ্য সরকার, কেন্দ্র সরকার সকলেরই আলাদা নজর রয়েছে পূর্ব মেদিনীপুরের এই সমুদ্র সৈকতের ওপর। এ বার এই এলাকার উন্নয়নের জন্য দারুণ সুখবর দিল রেল। গুরুত্ব বাড়বে দক্ষিণ-পূর্ব রেল শাখার দিঘা-হাওড়া রুটের দিঘা, তমলুক-সহ একাধিক রেল স্টেশনের।
পর্যটকদের দিঘায় রেলপথে আসার জন্য ইতিমধ্যেই রেলপথ চালু করার পাশাপাশি একাধিক ট্রেন চালু করা হয়েছে। তবে এরই মধ্যে এ বার দিঘার বাসিন্দাদের জন্য রেলের তরফ থেকে আরও একটি সুখবর দেওয়া হল এবং সেই সুখবর অনুযায়ী এ বার দিঘা থেকেই সোজা জলেশ্বর-সহ ওড়িশা এবং দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গা পৌঁছানো যাবে।
আরও পড়ুনঃ পাড়ি দিয়েছে বিদেশে, অগ্রদ্বীপের ‘এই’ মিষ্টির টানে ছুটে আসেন দূর-দূরান্তের মানুষ, কী মিষ্টি বলুন তো!
দিঘা তথা জেলার বাসিন্দা অথবা ব্যবসায়ীদের আর দক্ষিণ ভারত যাওয়ার ট্রেনের জন্য জায়গা যাওয়ার জন্য হাওড়া বা খড়গপুরের উপর নির্ভরশীল হতে হবে না। দিঘা থেকে জলেশ্বর পর্যন্ত ৭২ কিমি রাস্তা রেলপথ সম্প্রসারণের কাজ ২০১১-১২ সালে অনুমোদিত হয়েছিল। দিঘা এবং উড়িষ্যার জলেশ্বরকে রেলপথে এক সূত্রে বাঁধার জন্য প্রয়োজন ৫০৭ একর জমি। এর মধ্যে ১৩৭ একর পশ্চিমবঙ্গে এবং ৩৭০ একর ওড়িশায়।
advertisement
advertisement
এই প্রকল্পের জন্য রেলের তরফ থেকে ১৫৮৪ কোটি টাকা বরাদ্দ করা হলেও এই রেলপথ সম্প্রসারণের কাজ জমি জটের কারণে এতদিন আটকে ছিল। কেটেছে সেই জট। তবে এ বার এই প্রকল্প খুব তাড়াতাড়ি শেষ হবে বলে আশ্বাস দিয়েছেন রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
আরও পড়ুনঃ রকমারি মুখরোচক চাটের সম্ভার, সন্ধ্যা নামলেই জমছে ভিড়, ঠিকানা জেনে আজই পৌঁছে যান
হাওড়া থেকে খড়গপুর জলেশ্বর হয়ে দক্ষিণ ভারত যাওয়া দূরত্বের দিক দিয়ে কম হলেও এই রুটটিও খুব ব্যস্ত থাকে। যে কারণে সব সময় এই রুটে গ্রিন সিগনাল পাওয়া যায় না। ফলে রাস্তা কম হলেও সময় অনেক বেশি লেগে যায়। আবার অত্যাধিক ট্রেন যাতায়াতের ফলে এই রুটটির উপর প্রচন্ড চাপ থাকে। এই পরিস্থিতিতে দিঘা জলেশ্বর রুটের রেলপথ সম্প্রসারণের কাজ শেষ হলে হাওড়া থেকে বহু ট্রেন এই রুট দিয়ে চালানো হবে। তাতে যাত্রীদের নিরাপত্তা আরও বেশি সুরক্ষিত হবে এবং দূরত্ব বেশি হলেও তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছানো যাবে।
advertisement
Saikat Shee
Location :
Kolkata,West Bengal
First Published :
June 22, 2023 6:22 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Digha Train: দক্ষিণ ভারত থেকে ট্রেনে চেপে সোজা দিঘা! রথ যাত্রার আবহে বিরাট সুখবর দিল রেল