বুথ প্রস্তুত করার নির্দেশ, দ্রুত রাজ্যে ভোটের দিনক্ষণ ঘোষণা?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
#কলকাতা: শিগগিরই কি ঘোষণা হতে চলেছে রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ? জেলাশাসকদের সঙ্গে বৈঠকে এমনই ইঙ্গিত দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক৷
এ দিন রাজ্যের সমস্ত জেলাশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক ডেকেছিল সিইও দফতর৷ সেখানেই ভোট গ্রহণের জন্য বুথগুলিকে দ্রুত তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে৷ বুথ তৈরির জন্য কী কী প্রয়োজন, তার তালিকাও পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে৷ আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যেই সেই তালিকা সিইও দফতরে পাঠানোর জন্য জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে৷
advertisement
এর থেকেই রাজনৈতিক মহলের অনুমান, রাজ্যে নির্বাচন আয়োজনের চূড়ান্ত প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে কমিশন৷ যে কোনও দিন নির্বাচনের দিনক্ষণও ঘোষণা করে দেওয়া হতে পারে৷ সেই কারণেই দ্রুত বুথগুলিকে তৈরি করে রাখার নির্দেশ দেওয়া হল৷
advertisement
ইতিমধ্যেই রাজ্য থেকে ঘুরি গিয়েছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ৷ মুখ্য নির্বাচন কমিশনার সুনীল কুমার অরোরাও পুুলিশ- প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করে গিয়েছেন৷ যেহেতু রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধীদের প্রচুর অভিযোগ রয়েছে, তাই দ্রুত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে রাজ্যের আইনশৃঙ্খলা সামাল দেওয়ার চেষ্টা করতে পারে কমিশন৷
advertisement
Somraj Bandopadhyay
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Feb 02, 2021 8:15 PM IST








