SIR Hearing: এসআইআর-এর শুনানি প্রক্রিয়া দ্রুত করতে জেলাশাসককে ছ'দফা নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Ratnadeep Ray
Last Updated:
SIR Hearing: শুনানি প্রক্রিয়া দ্রুত শেষ করতে ছয় দফা নির্দেশ জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের মুখ্য নির্বাচনী আধিকারিকের। Whatsapp মারফত নির্দেশ ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তথা জেলাশাসকদের।
কলকাতা: শুনানি প্রক্রিয়া দ্রুত শেষ করতে ছয় দফা নির্দেশ জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের মুখ্য নির্বাচনী আধিকারিকের। Whatsapp মারফত নির্দেশ ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তথা জেলাশাসকদের।
কী কী নির্দেশ জেলাশাসকদের?
advertisement
১) প্রত্যেক বুথ লেভেল অফিসার কে দিনে ন্যূনতম ১৪০টি নোটিশ দিতে হবে শুনানিতে ডাক পাওয়া ভোটারদের। আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে সব নোটিশ যাতে দিয়ে দেওয়া যায় সেটা নিশ্চিত করতে হবে।
advertisement
২) শুনানির ডকুমেন্ট আপলোড করতে প্রচুর দেরি করছেন ero /aero-রা। ২০ লক্ষ শুনানি হয়ে গেলেও এখনও পর্যন্ত ১০ লক্ষ শুনানির ডকুমেন্ট আপলোড করা হয়েছে। দ্রুত সব ডকুমেন্ট আপলোড করতে হবে। পাশাপাশি নজরদারি করতে হবে গোটা শুনানি প্রক্রিয়ার।
advertisement
৩) শুনানির নোটিশ ভোটারকে দেওয়ার সময় সেই নোটিশ যে দেওয়া হচ্ছে তার তথ্য আপলোড করতে হবে বিএলও অ্যাপে
৪) যদি নামের বানানে কোন ভুলের কারণে নোটিস দেওয়া হয় তাহলে বুথ লেভেল অফিসাররা বিএলও অ্যাপে সংশ্লিষ্ট ভোটারের ২০০২ এবং ২০২৫ এর ভোটারের তালিকা আপলোড করে দেবে। যদি সেই নথি দেখে সন্তুষ্ট হন বিএল ওরা তাহলে তারা ero /aero-কে সুপারিশ করতে পারেন সংশ্লিষ্ট ভোটারের নাম ত্রুটিমুক্ত।
advertisement
৫) শুনানিতে ডাক পাওয়া ভোটাররা শুনানি কেন্দ্রে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারা নির্ধারিত নির্দিষ্ট নথি না নিয়ে আসেন শুননি কেন্দ্রে তার জন্য কি করতে হবে সেটা তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে হবে ero/aero-দের।
৬) এটা নিশ্চিত করতে হবে জাতীয় নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী এসআইআর প্রক্রিয়ায় যে যে ডকুমেন্ট দেওয়ার কথা বলা হয়েছে শুধুমাত্র যেন সেই ডকুমেন্ট গুলি আপলোড করা হয় শুনানিতে ডাক পাওয়া ভোটার দের।শুনানি প্রক্রিয়া দ্রুত শেষ করতে এই ছয় দফার নির্দেশ জেলাশাসকদের মুখ্য নির্বাচনী আধিকারিকের
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 13, 2026 7:36 PM IST









