10-Minute Delivery Service: বন্ধ হয়ে যাচ্ছে ১০ মিনিটে ডেলিভারি পরিষেবা! Blinkit, Zepto-সহ একাধিক সংস্থাকে বড় নির্দেশ কেন্দ্রের
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
10-Minute Delivery Service: এবার বন্ধ হয়ে যাচ্ছে ১০ মিনিটে ডেলিভারির পরিষেবা। গিগ কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে, কেন্দ্রীয় সরকার দ্রুত ই-কমার্স প্ল্যাটফর্মগুলোকে '১০-মিনিট ডেলিভারি' বন্ধ করার নির্দেশ দিয়েছে।
advertisement
advertisement
advertisement
এই পদক্ষেপের লক্ষ্য হল গিগ কর্মীদের জন্য আরও বেশি নিরাপত্তা, সুরক্ষা এবং উন্নত কাজের পরিবেশ নিশ্চিত করা। গিগ কর্মীদের নিরাপত্তার বিষয়টি সংসদের শীতকালীন অধিবেশনেও উঠেছিল, যেখানে আপ সাংসদ রাঘব চাড্ডা যুক্তি দিয়েছিলেন যে ১০-মিনিট সময়সীমা কর্মীদের অবাস্তব লক্ষ্য পূরণের জন্য রাস্তায় ঝুঁকি নিতে বাধ্য করে।
advertisement





