Anubrata Mondal: আজই দিল্লিতে ইডি-র ডাক, 'অদ্ভূত কারণ' দেখিয়ে এড়িয়ে যাচ্ছেন অনুব্রত-কন্যা!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Anubrata Mondal: জানা গিয়েছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে ইডি-র কাছে আরও কিছুটা সময় চাইবেন অনুব্রত কন্যা।
#কলকাতা: বাবা জেলে, মেয়েকেও বেশ কয়েক দফা প্রশ্নের মুখে পড়তে হয়েছে তদন্তকারীদের। কিন্তু কিছুতেই দিল্লি গিয়ে তদন্তকারীদের মুখোমুখি হতে চাইছেন না অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল। ইতিমধ্যে তাঁকে দিল্লিতে ডেকে পাঠিয়েছিলেন ইডির আধিকারিকরা। এদিনই ছিল সেই দিন। কিন্তু সূত্রের খবর, ইডি-র তলব এড়িয়ে যাচ্ছেন সুকন্যা। তাঁর সম্পত্তি বিষয়ক বেশ কিছু প্রশ্নের উত্তর খুঁজছে ইডি। সূত্র মারফত জানা যাচ্ছে, অনুব্রত মণ্ডলের কন্যা তার বান্ধবীর চিকিৎসার জন্য বোলপুরের বাইরে রয়েছেন। তাই এবারও ইডি হাজিরা এড়াতে চলেছেন সুকন্যা।
জানা গিয়েছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে ইডি-র কাছে আরও কিছুটা সময় চাইবেন অনুব্রত কন্যা। প্রসঙ্গত গরু পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে ইডি সদর দফতরে ডেকে পাঠানো হয়েছিল সুকন্যাকে। আজ তাকে ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু সেই হাজিরা এড়িয়ে যাচ্ছেন তিনি।
advertisement
advertisement
আগে সিবিআই তলব পেয়েও তা একাধিকবার এড়িয়ে যাওয়ার অভিযোগ রয়েছে কেষ্ট-কন্যার বিরুদ্ধে। বৃহস্পতিবার তিনি ইডি দফতরে হাজিরা দেন কিনা, তা দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেবেন ইডি আধিকারিকরা। উল্লেখ্য, ১৮ অক্টোবর ইমেল মারফত তাঁর আয়-ব্যয়ের নথি সিবিআইকে পাঠালেও কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির মুখোমুখি হননি সুকন্যা।
advertisement
কেষ্ট-কন্যার কোম্পানি এএনএম অ্যাগ্রোকেম ফুড প্রাইভেট লিমিটেডকে নোটিশ পাঠায় সিবিআই। আয়-ব্যয় সংক্রান্ত হিসেব চেয়ে সুকন্যা ও বিদ্যুৎবরণকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু সিবিআই হাজিরা এড়িয়ে ইমেল মারফত হিসেব পাঠিয়ে দেন সুকন্যা। সিবিআইকে তিনি জানিয়েছিলেন, এক ঘনিষ্ঠ বন্ধুর চিকিৎসার জন্য সেই সময় রাজ্যের বাইরে ছিলেন তিনি। এবার ইডি-কেও সেই কারণই দেখাতে চলেছেন সুকন্যা। অন্তত সূত্রের খবর এমনটাই।
advertisement
পাশপাশি, আরও একটি সংস্থা, নীড় ডেভেলপার্স প্রাইভেট লিমিটেডের বিষয়েও সুকন্যাকে জেরা করতে পারেন তদন্তকারীরা। সিবিআই চার্জশিটে উল্লেখ, অনুব্রতর নির্দেশেই ওই কোম্পানি খোলা হয়। এই কোম্পানির নামে প্রায় ৯০ কাঠা জমির সন্ধান মিলেছে বলেও খবর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 27, 2022 10:06 AM IST