Lottery: বিক্রি না হওয়া লটারিতে ১ কোটি টাকা জিতলেন কোচবিহারের ব্যক্তি, তারপরই ঘটল চমকপ্রদ ঘটনা

Last Updated:

Lottery: জানা গিয়েছে, দীর্ঘ ১৮ বছর যাবত বাড়ি সংলগ্ন এলাকায় লটারি বিক্রি করে দিনযাপন করতেন বিজয়।

প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
#কোচবিহার: বিক্রি না হওয়া লটারিতে মিলল এক কোটি টাকা। রাতারাতি কোটিপতি লটারি বিক্রেতা। লটারি টিকিটে ১ কোটি টাকা পেলেন গোসানিমারির ভিতর কামতা এলাকার এক ব্যক্তি। বুধবার সন্ধ্যা ৬টায় ডিয়ার লটারির খেলা আয়োজিত হয় আর সেই খেলায় সংশ্লিষ্ট ওই এলাকার বিজয় রায় নামে এক লটারি বিক্রেতা পেলেন এক কোটি টাকা।
জানা গিয়েছে, দীর্ঘ ১৮ বছর যাবত বাড়ি সংলগ্ন এলাকায় লটারি বিক্রি করে দিনযাপন করতেন বিজয়। তার কাছ থেকে লটারি টিকিট কেটে অনেকেই প্রথম পুরস্কার কিংবা অন্য কোনও পুরস্কার জিতেছেন। কিন্তু এবার তিনিই পেলেন ১ কোটি টাকা। বিক্রি না হওয়া টিকিট ওই লটারি বিক্রেতা নিজের কাছে রেখে দেন আর সেই রেখে দেওয়া টিকিটেই ঘুরে গেল তাঁর ভাগ্যের চাকা। পরিবারে সেভাবে আর্থিক স্বাচ্ছন্দ্য নেই, লটারি বিক্রি করেই দিন গুজরান করেন তিনি।
advertisement
advertisement
তবে এবার ১ কোটি টাকা পাওয়ায় আগামী দিনগুলিতে তিনি একাধিক পরিকল্পনা নিয়েছেন। প্রথমেই নিজের বাড়ি তৈরি করবেন এবং বাকি টাকা দিয়ে অন্যান্য কাজ করবেন এমনটাই জানিয়েছেন বিজয় বাবু। এদিকে বিক্রি না হওয়া টিকিটে ১ কোটি টাকা পাওয়া মাত্রই তড়িঘড়ি তিনি ছুটে আসেন দিনহাটা থানায় নিজের নিরাপত্তার স্বার্থে।
advertisement
পুলিশের কর্তারা তাকে আশ্বস্ত করেছেন তার নিরাপত্তার বিষয়ে এবং যাবতীয় প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করেছে প্রশাসন বলে জানা গেছে। এদিকে গ্রামেরই ওই ব্যক্তি লটারিতে এক কোটি টাকা পাওয়ায় খুশি এলাকার বাসিন্দারা। জানা গেছে বিজয় বাবুর দুই মেয়ে ও স্ত্রী রয়েছেন। তবে দুই মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় স্বামী স্ত্রী দুজনে মিলে সংসার করছিলেন কোনও রকমে। কিন্তু লটারির টিকিটে ১ কোটি টাকা পাওয়া তাঁর জীবনকে একেবারেই বদলে দিল।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Lottery: বিক্রি না হওয়া লটারিতে ১ কোটি টাকা জিতলেন কোচবিহারের ব্যক্তি, তারপরই ঘটল চমকপ্রদ ঘটনা
Next Article
advertisement
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
  • অমিত শাহ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ দিয়েছেন, অপরাধীদের কঠোর শাস্তি দিতে হবে.

  • জম্মু-কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর মহম্মদ, পেশায় চিকিৎসক, বিস্ফোরক গাড়িটি চালাচ্ছিলেন.

  • দিল্লি, গুরগাঁও, নোয়ডা এবং গাজিয়াবাদে নিরাপত্তা জোরদার করা হয়েছে, চলছে কড়া তল্লাশি.

VIEW MORE
advertisement
advertisement