Bengal Bjp: ছিলেন ঘরছাড়া, বাড়ি ফিরতেই বিজেপি নেতার সঙ্গে মারাত্মক ঘটনা ঝড়খালিতে!

Last Updated:

Bengal Bjp: ঘটনার সূত্রে জানা যায়, ঝড়খালি পার্বতীপুরের বাসিন্দা অমল মণ্ডল গত বিধানসভা ভোটে বিজেপির হয়ে কাজ করেছিল এবং বর্তমানে তিনি বিজেপির চার নম্বর মণ্ডলের সহ-সভাপতি।

বিজেপি নেতাকে মারধর
বিজেপি নেতাকে মারধর
#ঝড়খালি: বিজেপি করার অপরাধে মার। বিজেপি মণ্ডল সহ সভাপতিকে এলোপাথাড়ি মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর আহত হলেন বাসন্তীর বিজেপি চার নম্বর মণ্ডলের সহ-সভাপতি অমল মণ্ডল। ঘটনাটি ঘটেছে, দক্ষিণ ২৪ পরগনা জেলার ঝড়খালি কোস্টাল থানার ঝড়খালি বাজারে।
ঘটনার সূত্রে জানা যায়, ঝড়খালি পার্বতীপুরের বাসিন্দা অমল মণ্ডল গত বিধানসভা ভোটে বিজেপির হয়ে কাজ করেছিল এবং বর্তমানে তিনি বিজেপির চার নম্বর মণ্ডলের সহ-সভাপতি। আর সেটাই রাগের কারণ হয়ে দাঁড়ায় স্থানীয় শাসক দলের নেতৃত্বদের। আর বিজেপি করার অপরাধে অমল মণ্ডলকে ঝড়খালি বাজারে পথ আটকে বেধড়ক মারধর করে স্থানীয় শাসকদলের কর্মী ও নেতৃত্বরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাঁকে কলকাতায় স্থানান্তরিত করে।
advertisement
advertisement
পরিবারের অভিযোগ, গত বিধানসভা ভোটের ফল ঘোষণা হওয়ার পরে থেকে ঘর ছাড়া ছিল অমল মণ্ডল ও তার পরিবার। এরপর পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে ঘরে ফেরে অমলবাবু। ঘরে ফিরলেও কিন্তু শাসকদলের হাত থেকে রেহাই পাননি তিনি। তাঁকে ঝড়খালি বাজারে মারধর করে। পেটে কিল চড় ঘুষি মারতে থাকে বেশ কয়েকজন যুবক। তারা সবাই শাসক দলের কর্মী। এমনটাই অভিযোগ অমল মণ্ডলের পরিবারের।
advertisement
এই ঘটনা ঝড়খালি কোস্টাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করবে বলে জানায় তার পরিবার। যদিও ঘটনার কথা অস্বীকার করে স্থানীয় শাসক দলের নেতৃত্বরা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengal Bjp: ছিলেন ঘরছাড়া, বাড়ি ফিরতেই বিজেপি নেতার সঙ্গে মারাত্মক ঘটনা ঝড়খালিতে!
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement