Bengal Bjp: ছিলেন ঘরছাড়া, বাড়ি ফিরতেই বিজেপি নেতার সঙ্গে মারাত্মক ঘটনা ঝড়খালিতে!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Bengal Bjp: ঘটনার সূত্রে জানা যায়, ঝড়খালি পার্বতীপুরের বাসিন্দা অমল মণ্ডল গত বিধানসভা ভোটে বিজেপির হয়ে কাজ করেছিল এবং বর্তমানে তিনি বিজেপির চার নম্বর মণ্ডলের সহ-সভাপতি।
#ঝড়খালি: বিজেপি করার অপরাধে মার। বিজেপি মণ্ডল সহ সভাপতিকে এলোপাথাড়ি মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর আহত হলেন বাসন্তীর বিজেপি চার নম্বর মণ্ডলের সহ-সভাপতি অমল মণ্ডল। ঘটনাটি ঘটেছে, দক্ষিণ ২৪ পরগনা জেলার ঝড়খালি কোস্টাল থানার ঝড়খালি বাজারে।
ঘটনার সূত্রে জানা যায়, ঝড়খালি পার্বতীপুরের বাসিন্দা অমল মণ্ডল গত বিধানসভা ভোটে বিজেপির হয়ে কাজ করেছিল এবং বর্তমানে তিনি বিজেপির চার নম্বর মণ্ডলের সহ-সভাপতি। আর সেটাই রাগের কারণ হয়ে দাঁড়ায় স্থানীয় শাসক দলের নেতৃত্বদের। আর বিজেপি করার অপরাধে অমল মণ্ডলকে ঝড়খালি বাজারে পথ আটকে বেধড়ক মারধর করে স্থানীয় শাসকদলের কর্মী ও নেতৃত্বরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাঁকে কলকাতায় স্থানান্তরিত করে।
advertisement
advertisement
পরিবারের অভিযোগ, গত বিধানসভা ভোটের ফল ঘোষণা হওয়ার পরে থেকে ঘর ছাড়া ছিল অমল মণ্ডল ও তার পরিবার। এরপর পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে ঘরে ফেরে অমলবাবু। ঘরে ফিরলেও কিন্তু শাসকদলের হাত থেকে রেহাই পাননি তিনি। তাঁকে ঝড়খালি বাজারে মারধর করে। পেটে কিল চড় ঘুষি মারতে থাকে বেশ কয়েকজন যুবক। তারা সবাই শাসক দলের কর্মী। এমনটাই অভিযোগ অমল মণ্ডলের পরিবারের।
advertisement
এই ঘটনা ঝড়খালি কোস্টাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করবে বলে জানায় তার পরিবার। যদিও ঘটনার কথা অস্বীকার করে স্থানীয় শাসক দলের নেতৃত্বরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 27, 2022 8:10 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengal Bjp: ছিলেন ঘরছাড়া, বাড়ি ফিরতেই বিজেপি নেতার সঙ্গে মারাত্মক ঘটনা ঝড়খালিতে!