Recruitment Scam: সিজিও কমপ্লেক্সে হাজিরা অভিষেক পত্নী রুজিরার, জিজ্ঞাসাবাদ ইডি আধিকারিকদের
- Written by:Anup Chakraborty
- news18 bangla
- Published by:Debalina Datta
Last Updated:
Recruitment Scam: লিপ্স এন্ড বাউন্ডস কোম্পানির প্রাক্তন ডিরেক্টর তিনি।
কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ। লিপ্স এন্ড বাউন্ডস কোম্পানির প্রাক্তন ডিরেক্টর তিনি।
ইডির জিজ্ঞাসাবাদে উঠে আসতে পারে নানা ধরণের প্রশ্ন- তিনি কী কী দায়িত্ব পালন করতেন? এই কোম্পানিতে তার ভূমিকা কীা ছিল? এই সমস্ত বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন ইডি আধিকারিকরা৷
একইভাবে এই কোম্পানি ডিরেক্টর ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায় তাঁদেরকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল যদিও তাঁরা শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে এবং বিশেষ কারণ চিঠি দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাবা অমিত বন্দ্যোপাধ্যায় ১২০০ পাতার নথি এবং মা লতা বন্দ্যোপাধ্যায় ১০০০ পাতার নথি জমা করেছিলেন।
advertisement
advertisement
আরও পড়ুন – যেমন ভাল ব্যাটসম্যান, তেমনিই জাত অভিনেতা, রিজওয়ানের ক্র্যাম্পের অভিনয় নিয়ে বিস্ফোরক স্বীকারোক্তি
ইতিমধ্যেই মঙ্গলবার আদালতের নির্দেশ মতো অভিষেক বন্দ্যোপাধ্যায় ২০০০ পাতার বেশি নথি পাঠিয়ে দিয়েছেন৷ বুধবার এরই মধ্যে সশরীরে হাজিরা অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের৷
তিনজন তদন্তকারী আধিকারিক তাঁকে জিজ্ঞাসাবাদ করবেন তাঁর মধ্যে একজন মহিলা আধিকারিক থাকবেন৷ নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম বুধবার জিজ্ঞাসাবাদ করা হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে৷
advertisement
Anup Chakraborty
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 11, 2023 11:46 AM IST










