যেমন ভাল ব্যাটসম্যান, তেমনিই জাত অভিনেতা, রিজওয়ানের ক্র্যাম্পের অভিনয় নিয়ে বিস্ফোরক স্বীকারোক্তি

Last Updated:

রিজওয়ানের সত্যি স্বীকার - সামনে এল তাঁর অভিনয়ের কথা তাঁর নিজের মুখেই। সামনেই ভারত বনাম পাকিস্তান ম্যাচ, তার আগে রিজওয়ানকে নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া।

পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচে মহম্মদ রিজওয়ানের ক্র্যাম্প- Photo- AP
পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচে মহম্মদ রিজওয়ানের ক্র্যাম্প- Photo- AP
হায়দরাবাদ: মহম্মদ রিজওয়ানকে নিয়ে তুমুল তুলকালাম৷ সকলেই বলবেন হ্যাঁ হবে নাই বা কেন৷ বিশ্বকাপের পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচে তাঁর অপরাজিত ১৩১ রানের সুবাদেই বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় রান তাড়া করে জয়ের নজির গড়েছে পাকিস্তান৷  কিন্তু না শুধু সেটাই নয়৷ এর সঙ্গে রয়েছে আরও কারণ৷ এদিন হায়দরাবাদে ম্যাচ চলাকালীন পেটে ক্র্যাম্পের সমস্যা নিয়ে মাঠে কাতরাতে দেখা যায় রিজওয়ানকে৷
ক্র্যাম্প অসম্ভব কষ্ট পাওয়ার অভিনয় করেন রিজওয়ান
শ্রীলঙ্কার বিপক্ষে মহম্মদ রিজওয়ান যখন শতরানের সামনে দাঁড়িয়ে  তখন তিনি পিঠে টান অনুভব করেন৷ একটি শট খেলার সঙ্গে সঙ্গে  তিনি মাটিতে লুটিয়ে পড়েন। শ্রীলঙ্কান ক্রিকেটাররাও তাঁকে সাহায্য করার জন্য এগিয়ে আসেন  এবং এরপর তিনি নিজের  পিঠ হাত দিতে না দিয়ে পা স্ট্রেচ করানোর দিকে  ইঙ্গিত দেন।
advertisement
advertisement
দেখে নিন সেই ভাইরাল ভিডিও
advertisement
আশ্চর্যের বিষয় হল, পিঠ এবং পা দু জায়গাতে ক্র্যাম্পের অভিযোগের পরেও  মহম্মদ রিজওয়ান বেশ কয়েকবার অত্যন্ত দ্রুত রানিং বিটুউইন দ্য উইকেটের মাধ্যমে ২ রান চুরি করে নেন। এই দেখার পরেই তাঁর ক্র্যাম্প কতটা জোরালো তা নিয়ে সন্দেহ শুরু হয়৷
পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচে মহম্মদ রিজওয়ানের ক্র্যাম্প- Photo- AFP পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচে মহম্মদ রিজওয়ানের ক্র্যাম্প- Photo- AFP
advertisement
রিজওয়ানের সত্যি স্বীকার
ম্যাচের পর তাঁর ইনজুরি নিয়ে প্রশ্ন করা হলে মহম্মদ রিজওয়ান যে উত্তর দিয়েছেন তা সকলকে চমকে দিয়েছেন। পাকিস্তানি এই ব্যাটসম্যান  সোজাসাপ্টা  বলেন, ‘‘হ্যাঁ দেখুন, আমি যখন খেলছিলাম, কখনও আমার ক্র্যাম্প হচ্ছিল, কখনও আমি এমনিই এরকম ক্র্যাম্প হওয়ার মতো করছিলাম৷’’
আইসিসি ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে মারাত্মক জয় হাসিল  করেছে পাকিস্তান ক্রিকেট দল। ১০ অক্টোবর আয়োজিত ম্যাচে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ৩৪৪ রান করে। মহম্মদ রিজওয়ানের অপরাজিত ১৩১ রানে ভর দিয়ে পাকিস্তান ৪৮.২ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের  লক্ষ্যে পৌঁছে যায়৷ শ্রীলঙ্কা এদিন পাকিস্তানের সামনে জয়ের জন্য ৩৪৫  রানের লক্ষ্য দিয়েছিল৷ যা তাড়া করতে গিয়ে পাকিস্তান দল মাত্র ৩৭ রানে প্রথম দুই উইকেট হারায়। ওপেনার আবদুল্লাহ শফিককে সঙ্গে নিয়ে মহম্মদ রিজওয়ান পাকিস্তান দলকে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। ১২১ বলে ৮ চার ও ৩ ছক্কার সাহায্যে ১৩১ রানে নট আউট থাকেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
যেমন ভাল ব্যাটসম্যান, তেমনিই জাত অভিনেতা, রিজওয়ানের ক্র্যাম্পের অভিনয় নিয়ে বিস্ফোরক স্বীকারোক্তি
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement