Viral Video: লজ্জায় কোথায় মুখ ঢাকবেন! বৃদ্ধা শাশুড়িকে সোফা থেকে হিড়হিড় করে টেনে নামলেন ছেলের বউ, তারপর যা যা হল...
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Viral Video: কী লজ্জাজনকভাবে দেদার শাশুড়িকে মেরে চলেছে ছেলের বউ, রইল সেই ভিডিও
মুম্বই: পৃথিবীর যে কোনও প্রান্তেই শাশুড়ি -বউমা এই সম্পর্কটা অম্ল মধুর৷ একই পুরুষকে আবর্ত করে দুটি আলাদা প্রজন্মের চাওয়া-পাওয়ার সমীকরণ বুঝতে পারা সকলেরই অসাধ্য৷ দীর্ঘদিন ধরেই শ্বশুরবাড়িতে বিয়ে হয়ে আসা নতুন বউদের নানারকম শারীরিক ও মানসিক লাঞ্ছনা -গঞ্জনার শিকার হতে হয়েছে, এমনকি এখনও এরকম ঘটনার সংখ্যা যথেষ্ট বেশি৷ তবে এর পাশাপাশি এখন বাড়ির বয়স্ক সদস্যদের প্রতি ছেলে, বউয়ের অত্যাচারের কথাও শোনা যায়৷ তবে মহারাষ্ট্রের থানের সিসিটিভির একটি ভিডিও যা সম্প্রতি ভাইরাল হয়েছে তা দেখে আতঙ্কে শিউরে উঠতে হয়৷ বাড়ির মধ্য বয়স্কা পুত্রবধূ তাঁর বৃদ্ধা শাশুড়ির ওপর তুমুল অত্যাচার করছে৷
মহারাষ্ট্রের থানে জেলার একটি সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় তুমুল গতিতি ভাইরাল হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে, এক মহিলা তার শাশুড়িকে মারধর করছে, প্রথমে কথা কাটাকাটি থেকে শুরু করে সেই বৃদ্ধা ভদ্রমহিলাকে ঘর থেকে বের করে দেওয়ার চেষ্টায় মেঝেতে টেনে নিয়ে যাচ্ছে। ভিডিওতে তৃতীয় একজন মহিলাকেও দেখা যায়, যাকে বাড়ির পরিচারিকা বলে মনে হচ্ছে। তিনিও ঘটনাস্থলে দাঁড়িয়ে থেকে সবকিছু দেখছেন, কিন্তু পুরো বিষয়ে কোনও বাধা দেওয়ার চেষ্টা পর্যন্ত করছেন না৷
advertisement
ভাইরাল ভিডিওতে, অভিযুক্ত মহিলা তার বৃদ্ধ শাশুড়িকে ব্যাপক টানা হ্যাঁচড়া করছে৷ সিসিটিভি ফুটেজে সেই বৃদ্ধাকে সোফায় বসে থাকতে দেখা যায়৷ প্রথমে দুজনকে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়তে দেখা যায়৷ আশঙ্কা করা হচ্ছে শাশুড়িকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে পুত্রবধূ, তখন লড়াই শুরু হয়। শাশুড়ি রাজি না হলে মহিলা তাকে মারধর শুরু করে এবং জোর করে সোফা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।
advertisement
advertisement
রইল সেই ভয়ানক ভাইরাল ভিডিও
? Woman was captured on CCTV camera physically assaulting and dragging her elderly mother-in-law in Thane | India ?
Follow and keep updated. pic.twitter.com/g6F6WUIf7i
— HumanDilemma (@HumanDilemma_) October 10, 2023
কিছুক্ষণ পর মহিলা বাড়ির মেনগেট খুলে দেয়। তারপর, সে তার শাশুড়ির কাছে ফিরে যায় এবং তাকে মেঝে দিয়ে ঘষটিয়ে টেনে নিয়ে যায়। বৃদ্ধা মহিলা মাটিতে পড়ে থাকা অবস্থাতেই পরণের ম্যাক্সি সোজা করার চেষ্টা করছিলেন। এরপর শাশুড়ি নিগ্রহে অভিযুক্ত মহিলাকে একটি ফোনে কথা বলতে দেখা যায়৷ তারপর সে তার শাশুড়ির কাছে ফিরে যায় এবং তাকে আবার ঘরের বাইরে বার করে দিতে উদ্যত হয়৷
advertisement
ভিডিওর শেষভাগে, অভিযুক্ত মহিলাকে একটি টুলের ওপর বসে থাকতে দেখা যায়, আর তার শাশুড়িকে তার সামনে মেঝেতে বসে থাকতে দেখা যায়। সেই সময়েও দুজনের মধ্যে তর্কাতর্কি চলছিল বলে বোঝা যাচ্ছিল। তবে ঘরে সিসিটিভি থাকা সত্ত্বেও পুত্রবধূর কীভাবে এই শাশুড়ি নিগ্রহের ঘটনা ঘটানোর সাহস হল তার কারণ জানা নেই৷ এদিকে একটি সূত্রের খবর ঘরে আদৌ কোনও সিসিটিভ লাগানো আছে তা ওই মহিলা জানতই না৷ ঘটনার পিছনের কারণ এবং কেন এবং কারা বাড়ির ভিতরে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিল তা এখনও জানা যায়নি।
advertisement
এই বিষয়ে, পুলিশ ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ৩৩৬, ৩৩৭, ৩২৩, ৫০৪ এবং ৫০৬ ধারায় একটি এফআইআর নথিভুক্ত করেছে৷ বৃদ্ধা মহিলার ওপর হামলার মামলা নথিভুক্ত করা হয়েছে। অভিযুক্তের শাশুড়ি কাপরি থানায় ঘটনাটি জানালে একটি মামলা দায়ের করা হয়।
Location :
Kolkata,West Bengal
First Published :
October 11, 2023 10:22 AM IST