ED Raid Kolkata: চিটফান্ড কাণ্ডে ফের শহর জুড়ে ইডি অভিযান! আর্থিক দুর্নীতি তদন্তে এবার কোথায় হানা...?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:Rounak Dutta Chowdhury
Last Updated:
ED Raid:আর্থিক দুর্নীতি কাণ্ডে ফের সক্রিয় ইডি। এবার কেন্দ্রীয় তদন্তকারী দলের র্যাদারে প্রয়াগ চিটফান্ড প্রাইভেট লিমিটেড। আর্থিক তছরুপ, আমানতকারীদের টাকা নয়ছয়-সহ একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগে মঙ্গলবার অভিযান চালায় ইডি।
কলকাতা: আর্থিক দুর্নীতি কাণ্ডে ফের সক্রিয় ইডি। এবার কেন্দ্রীয় তদন্তকারী দলের র্যাদারে প্রয়াগ চিটফান্ড প্রাইভেট লিমিটেড। আর্থিক তছরুপ, আমানতকারীদের টাকা নয়ছয়-সহ একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগে মঙ্গলবার অভিযান চালায় ইডি।
সূত্রের খবর, এই কোম্পানি দিল্লিতে নিজেদের কর্মকাণ্ড শুরু করে। এই কোম্পানির অন্যতম ডিরেক্টর অভিক বাগচীর বাবা বাসুদেব বাগচীকে এর আগে একবার সিবিআই গ্রেফতার করেছিল। অভিকের বাবা বাসুদেব বাগচী এই কোম্পানির সিএমডি। এই তদন্তে নেমে মঙ্গলবার নিউ আলিপুরে সাহা কলোনির একটি ফ্ল্যাটে তল্লাশিতে নেমেছে ইডির তদন্তকারী দল। জানা যাচ্ছে ওই ফ্ল্যাটটি বাগচীদের ফ্ল্যাট নাম পরিচিত।
advertisement
advertisement
সূত্রের খবর, দিল্লিতে বেসড এই চিটফান্ড ১৯৯৭ সাল থেকে আমানত তুলছে। ২০০৭ সালে আর্থিক প্রতারণার দায়ে গ্রেফতার হয় এই সংস্থার কর্ণধার। সিবিআই-এর থেকে এরপর ইডি এই মামলা হাতে নেয়। সেই মামলার তদন্তেই এবার নিউ আলিপুরের সাহাপুর কলোনিতে ইডির রেইড চলে মঙ্গলবার। সংস্থার ডিরেক্টর এবং সিএমডির বাড়িতেও হয়েছে ইডি হানা। এছাড়াও কলকাতা শহরের বেহালা জোকা-সহ বিভিন্ন জায়গায় ইডি আধিকারিকেরা এই মামলার সূত্রে তল্লাশি চালাচ্ছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 26, 2024 11:18 AM IST