Ed Raid: ফের শিরোনামে পার্থ চট্টোপাধ্যায়ের নাম! সাতসকালেই ইডি হানা, শোরগোল কলকাতায়
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:Onkar Sarkar
Last Updated:
Ed Raid: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি সূত্রে খবর, প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে রাজীব দে নামের ওই প্রোমোটার তদন্তকারীদের আতসকাচের তলায় আসেন।
কলকাতা: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ফের ইডি হানা। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির একদম সামনেই ফের হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ১/৮৩ নাকতলায় হানা দেয় ইডি। ১০ মিটার দূরেই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি। ২০১৪-১৫ সালের পর এই পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ প্রোমোটারের ব্যবসা ফুলে ফেঁপে ওঠে। রাজীব দে নামে ওই প্রোমোটারের আরও একটি ফ্ল্যাট ১/৭৮ নাকতলায়। সেখানেও ইডি হানা দিয়েছে।
রাজীব দে-র তৃতীয় ফ্ল্যাট ১/১০১, নাকতলা, শ্রী রাম এনক্লেভ। সেখানেও গিয়েছে ইডি টিম। এই নাকতলা অঞ্চলে একাধিক ফ্ল্যাট তৈরি করেছেন প্রোমোটার রাজীব দে। সেই বিল্ডিং গুলোর মধ্যে কোন কোন বিল্ডিংয়ে যাতায়াত বেশি ছিল, সেগুলো দেখছে ইডি টিম।
advertisement
১. ১/৮৩ নাকতলা সুহাসি, ২. ১/৭৮ নাকতলা শান্তিনিকেতন, ৩. ১/১০১ শ্রীরাম এনক্লেভ। সবকটি কমবেশি ৫০-১০০ মিটারের মধ্যেই। রাজীব দে-র চতুর্থ বাড়ি, বাঁশদ্রোনী থানা এলাকার ৪, দক্ষিণ রায়নগর শ্রীরাম সেবালায়। এখানেও ইডি টিম হানা দিয়েছে।
advertisement
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি সূত্রে খবর, প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে রাজীব দে নামের ওই প্রোমোটার তদন্তকারীদের আতসকাচের তলায় আসেন। তদন্তের সূত্রেই বেশ কিছু নথিপত্র খতিয়ে দেখতে গিয়ে পার্থের সঙ্গে ওই প্রোমোটারের ‘ঘনিষ্ঠতা’র বিষয়টি প্রকাশ্যে আসে। তারপর শুক্রবার সকালে ওই প্রোমোটারের বাড়িতে হানা দেন তদন্তকারীরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 16, 2024 9:32 AM IST