Sukanta Majumdar: সুকান্তর অভিযোগ, মুখ্যসচিব ও রাজীব কুমারকে তলব সংসদীয় কমিটির!
- Written by:VENKATESHWAR LAHIRI
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Sukanta Majumdar: পুলিশ তাঁকে হেনস্থা করেছে বলার পাশাপাশি তাঁর সঙ্গে পুলিশ চরম দুর্ব্যবহার করেছে বলেও চাঞ্চল্যকর অভিযোগ করেন সুকান্ত মজুমদার।
কলকাতা: বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে বৃহস্পতিবার লিখিত অভিযোগ জানিয়ে বলেছিলেন, ‘সন্দেশখালি যেতে বসিরহাট ও টাকিতে তাঁকে বাধা দেওয়া হয়েছে। এমনকী অসুস্থ হওয়ার পরও পুলিশ হাসপাতালে যেতে বাধা দেয়।’
পুলিশ তাঁকে হেনস্থা করেছে বলার পাশাপাশি তাঁর সঙ্গে পুলিশ চরম দুর্ব্যবহার করেছে বলেও চাঞ্চল্যকর অভিযোগ করেন সুকান্ত। বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের তরফ থেকে এই লিখিত অভিযোগ পাওয়ার পরেই সোমবার রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সহ তিন পুলিশ অফিসারকে সংসদীয় কমিটি তলব করল। শুধু তাই নয়, রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকা এবং উত্তর ২৪ পরগনা জেলার জেলাশাসককেও তলব করা হয়েছে। ডিজি সহ তিনজন আইপিএস আর দুজন আইএএসকে তলব করা হল এই ঘটনায়।
advertisement
advertisement
আগামী সোমবার সকাল সাড়ে দশটায় সংসদের বিশেষাধিকার কমিটির কাছে তিন IPS-কেই হাজির হওয়ার নোটিস পাঠানো হয়েছে। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, বসিরহাটের এসপি এবং অ্যাডিশনাল এসপি-কে তলব করা হয়েছে। সেই সঙ্গে মুখ্যসচিব ও উত্তর ২৪ পরগনা জেলার জেলাশাসককেও তলব করা হয়েছে।
advertisement
একজন সাংসদের সঙ্গে আচরণের রীতি ভঙ্গের অভিযোগ সহ পুলিশের বিরুদ্ধে বর্বরতা ও নানান অভিযোগের পরিপ্রেক্ষিতে সংসদীয় কমিটির কাছে কী জবাব দেন তিন আইপিএস, তার উত্তর দেবে সময়ই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 15, 2024 10:43 PM IST










