Sukanta Majumdar: সুকান্তর অভিযোগ, মুখ্যসচিব ও রাজীব কুমারকে তলব সংসদীয় কমিটির!

Last Updated:

Sukanta Majumdar: পুলিশ তাঁকে হেনস্থা করেছে বলার পাশাপাশি তাঁর সঙ্গে পুলিশ চরম দুর্ব্যবহার করেছে বলেও চাঞ্চল্যকর অভিযোগ করেন সুকান্ত মজুমদার।

সুকান্তর অভিযোগে বড় ঘটনা
সুকান্তর অভিযোগে বড় ঘটনা
কলকাতা: বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে বৃহস্পতিবার লিখিত অভিযোগ জানিয়ে বলেছিলেন, ‘সন্দেশখালি যেতে বসিরহাট ও টাকিতে তাঁকে বাধা দেওয়া হয়েছে। এমনকী অসুস্থ হওয়ার পরও পুলিশ হাসপাতালে যেতে বাধা দেয়।’
পুলিশ তাঁকে হেনস্থা করেছে বলার পাশাপাশি তাঁর সঙ্গে পুলিশ চরম দুর্ব্যবহার করেছে বলেও চাঞ্চল্যকর অভিযোগ করেন সুকান্ত। বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের তরফ থেকে এই লিখিত অভিযোগ পাওয়ার পরেই সোমবার রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সহ তিন পুলিশ অফিসারকে সংসদীয় কমিটি তলব করল। শুধু তাই নয়, রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকা এবং উত্তর ২৪ পরগনা জেলার জেলাশাসককেও তলব করা হয়েছে। ডিজি সহ তিনজন আইপিএস আর দুজন আইএএসকে তলব করা হল এই ঘটনায়।
advertisement
advertisement
আগামী সোমবার সকাল সাড়ে দশটায় সংসদের বিশেষাধিকার কমিটির কাছে তিন IPS-কেই হাজির হওয়ার নোটিস পাঠানো হয়েছে। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, বসিরহাটের এসপি এবং অ্যাডিশনাল এসপি-কে তলব করা হয়েছে। সেই সঙ্গে মুখ্যসচিব ও উত্তর ২৪ পরগনা জেলার জেলাশাসককেও তলব করা হয়েছে।
advertisement
একজন সাংসদের সঙ্গে আচরণের রীতি ভঙ্গের অভিযোগ সহ পুলিশের বিরুদ্ধে বর্বরতা ও নানান অভিযোগের পরিপ্রেক্ষিতে সংসদীয় কমিটির কাছে কী জবাব দেন তিন আইপিএস, তার উত্তর দেবে সময়ই।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sukanta Majumdar: সুকান্তর অভিযোগ, মুখ্যসচিব ও রাজীব কুমারকে তলব সংসদীয় কমিটির!
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement