Idris Ali: মাঝরাতে এল দুঃসংবাদ! প্রয়াত তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি

Last Updated:

Idris Ali: বিধায়কের পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ক্যানসারে ভুগছিলেন ইদ্রিশ আলি। আরও বেশ কিছু রোগ তাঁর শরীরে বাসা বেঁধেছিল।

প্রয়াত ইদ্রিশ আলি
প্রয়াত ইদ্রিশ আলি
কলকাতা: প্রয়াত তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি। শুক্রবার মাঝরাতে হাওড়ার এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন সাংসদ তথা ভগবানগোলার বিধায়ক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।
বিধায়কের পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ক্যানসারে ভুগছিলেন ইদ্রিশ আলি। আরও বেশ কিছু রোগ তাঁর শরীরে বাসা বেঁধেছিল। অনেকদিন ধরেই তাই অসুস্থতায় ভুগছিলেন বিধায়ক। সম্প্রতি অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। শুক্রবার রাত আড়াইটে নাগাদ তাঁর মৃত্যু হয়। এদিনই পার্ক স্ট্রিটে শেষকৃত্য সম্পন্ন হবে প্রয়াত বিধায়কের।
advertisement
advertisement
তৃণমূলের একনিষ্ঠ সদস্য ছিলেন ইদ্রিশ আলি। নানা সময়ে বিতর্কিত নানা মন্তব্য করে শিরোনামে এসেছিলেন তিনি। তিনি ছিলেন পেশায় আইনজীবী। সুরেন্দ্রনাথ কলেজে আইন নিয়ে পড়াশোনা করেছিলেন তিনি। পরে রাজনীতিতে পা দেন।
২০১৪ সালে বসিরহাট থেকে তৃণমূলের হয়ে লোকসভা ভোটে জিতে সাংসদ হন। সেসময় নানা বেলাগাম মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ডেকে সতর্ক করেন। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে তিনি ভগবানগোলা থেকে প্রার্থী হন ঘাসফুল প্রতীকে। জয়ী হন। মাঝে মাঝে ভগবানগোলায় থাকতেন। যদিও বেশ কিছু দিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। ইদ্রিশ আলির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Idris Ali: মাঝরাতে এল দুঃসংবাদ! প্রয়াত তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement