Idris Ali: মাঝরাতে এল দুঃসংবাদ! প্রয়াত তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Idris Ali: বিধায়কের পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ক্যানসারে ভুগছিলেন ইদ্রিশ আলি। আরও বেশ কিছু রোগ তাঁর শরীরে বাসা বেঁধেছিল।
কলকাতা: প্রয়াত তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি। শুক্রবার মাঝরাতে হাওড়ার এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন সাংসদ তথা ভগবানগোলার বিধায়ক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।
বিধায়কের পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ক্যানসারে ভুগছিলেন ইদ্রিশ আলি। আরও বেশ কিছু রোগ তাঁর শরীরে বাসা বেঁধেছিল। অনেকদিন ধরেই তাই অসুস্থতায় ভুগছিলেন বিধায়ক। সম্প্রতি অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। শুক্রবার রাত আড়াইটে নাগাদ তাঁর মৃত্যু হয়। এদিনই পার্ক স্ট্রিটে শেষকৃত্য সম্পন্ন হবে প্রয়াত বিধায়কের।
advertisement
advertisement
তৃণমূলের একনিষ্ঠ সদস্য ছিলেন ইদ্রিশ আলি। নানা সময়ে বিতর্কিত নানা মন্তব্য করে শিরোনামে এসেছিলেন তিনি। তিনি ছিলেন পেশায় আইনজীবী। সুরেন্দ্রনাথ কলেজে আইন নিয়ে পড়াশোনা করেছিলেন তিনি। পরে রাজনীতিতে পা দেন।
২০১৪ সালে বসিরহাট থেকে তৃণমূলের হয়ে লোকসভা ভোটে জিতে সাংসদ হন। সেসময় নানা বেলাগাম মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ডেকে সতর্ক করেন। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে তিনি ভগবানগোলা থেকে প্রার্থী হন ঘাসফুল প্রতীকে। জয়ী হন। মাঝে মাঝে ভগবানগোলায় থাকতেন। যদিও বেশ কিছু দিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। ইদ্রিশ আলির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 16, 2024 9:03 AM IST